শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ এখন সৎ-দক্ষ নেতৃত্বের অপেক্ষায় : হেলাল

শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ছবি : কালবেলা
শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জনআকাঙ্ক্ষার শান্তিময় ইনসাফপূর্ণ দেশ গড়তে নেতাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই জনআকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর প্রতিটি স্তরের নেতাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩১ মে) শরীয়তপুর পৌরসভা অডিটরিয়াম হলরুমে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত জেলা, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমিরদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, এ জমিনে ইসলামের বিজয় পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনকে প্রাধান্য দিতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, মানবরচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সবার চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে বেশ কয়েকটি রাজনৈতিক দল এ দেশকে শাসন করেছে কিন্তু তারা এ দেশের মানুষকে শান্তি দিতে পারেনি। মানবরচিত মতবাদে কেয়ামত পর্যন্ত শান্তি দিতে পারবে না। এ দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য কোরআনের আইনের বিকল্প নেই। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে। যতদিন না এ দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ততদিন তারা সংগ্রাম করে যাবে।

জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন-ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আ. সোবহান খান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন।

শরীয়তপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মাসউদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা কেএম মকবুল হোসাইন, জেলা শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, মাওলানা কাজী ইলিয়াস, সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১০

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১১

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১২

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৩

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৪

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৫

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৬

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৮

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৯

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

২০
X