বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় দেখা মিলেছে লাক্সারি প্র্যাডোর

ষাঁড় লাক্সারি প্র্যাডোর সঙ্গে দাঁড়ানো ইবনুল রায়াত কাজী। ছবি : কালবেলা
ষাঁড় লাক্সারি প্র্যাডোর সঙ্গে দাঁড়ানো ইবনুল রায়াত কাজী। ছবি : কালবেলা

বগুড়ায় এবার দেখা মিলেছে লাক্সারি প্র্যাডোর। তবে এটি বিলাস বহুল গাড়ি নয়। একটি লাক্সারি ষাঁড়ের নাম। ১১০০ কেজি ওজনের এই ষাঁড় আসন্ন কোরবানি ঈদে বিক্রি করা হবে। দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।

প্র্যাডো দেখতে ছোটখাটো হাতির মতো। প্রাডোর শরীরের সামনের অংশ কালো। মাথার মাঝখান দিয়ে এবং পেছন ও পেটের পুরো অংশ সাদা লোমে আবৃত। এই শরীর নিয়ে প্রাডো যখন হাটে তখন মাটিতে শব্দ হয়। তার রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অপরিচিত কাউকে দেখলেই প্রাডো অস্থির হয়ে যায়। লাফালাফি শুরু করে দেয়।

এমনই একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু লালনপালন করছেন আইইউবি (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইবনুল রায়াত কাজী। তিনি বগুড়ার আরএসবি এগ্রো ফার্মের পরিচালকও। এবারের কোরবানিতে তিনি ষাঁড়টি বিক্রি করতে চান।

প্র্যাডোর মালিক ইবনুল রায়াত কাজী জানালেন, শুধু প্রাডো নয়; দেশি, শাহিওয়াল, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের কোরবানিযোগ্য ২৪টি গরু তার খামারে ছিল। সবগুলোর মধ্যে প্র্যাডোর শরীরই দীর্ঘদেহী। এক বছর আগে ৪ লাখ টাকা দিয়ে ষাঁড়টি কিনে তার খামারে এনেছেন। তখন ষাঁড়টির ৪ দাঁত ছিল। আর ওজন ছিল ৭০০ কেজির মতো। বর্তমানে এটি ৬ দাঁতের হয়ে গেছে। প্র্যাডো উচ্চতায় ৬ ফিট আর চওড়ায় ১০ ফিট। প্রতিদিন ষাঁড়টিকে দানাদার খাবার, পানিসহ ৬০ কেজি খাবার দিতে হয়। ষাঁড়টির নাম প্র্যাডো রাখার প্রসঙ্গে রায়াত বলেন, প্র্যাডো গাড়ি তো আসলে অনেক বড়, লাক্সারি। আমার ষাঁড়টিও অনেক লম্বা। বড়। আমার কাছে লাক্সারি একটি ষাঁড়। তাই এর নাম শখ করে প্র্যাডো রেখেছি।

তিনি আরও জানান, তার ইচ্ছে ছিল উত্তরবঙ্গে যে গরুরমেলা হয়, সেখানে প্র্যাডোর প্রদর্শনী করানো। কিন্তু সেটা এবার হয়নি। ষাঁড়টি তিনি হাঁটে উঠাবেন না। তিনি অনলাইন প্লাটফর্ম বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ষাঁড়টি বিক্রি করতে চান। অনেকে প্র্যাডোকে দেখে কেনার ইচ্ছা পোষণ করছেন কিন্তু দামদরে না মেলায় তিনি বিক্রি করছেন না। প্র্যাডোর দাম তিনি ১০ লাখ টাকা চাচ্ছেন। তবে কেউ যদি নিতে চায় তাহলে আলোচনার মাধ্যমে কম-বেশি করতে রাজি আছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি গরুর খামার পরিচালনা করছেন, কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আর গরুর খামারই কেন করলেন জানতে চাইলে রায়াত কাজী জানান, শখ থেকে এই খামার গড়ে তুলেছেন। করোনার পর ২০২১ সাল থেকে তিনি খামার দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণের সময় কোরবানির ঈদে তারা গরুর হাটে যেতে পারেননি। ২০২১ সালে পরবর্তী কোরবানির ঈদের জন্য গরু কিনে নিয়ে আসেন। তাদের বাড়িতে আগে থেকে তিনটি গরু ছিল। এই ৪টি গরু একত্রে পালন করতে গিয়ে গরুগুলোর প্রতি মায়া জন্মে যায়। এরপর থেকে বিভিন্ন হাট ঘুরে ঘুরে ৪০টির মতো গরু খামারে নিয়ে আসেন। সেই থেকে শুরু।

তিনি আরও জানান, চলতি বছর তার খামারে কোরবানিযোগ্য ২৪টি গরু ছিল। এর মধ্যে ছয়টি বিক্রি হয়েছে। বর্তমানে ১৮টি রয়েছে। এছাড়া গাভি গরু রয়েছে ১৫টি।

রায়াত কাজী বলেন, খামার পরিচালনা করতে গিয়ে আমার তেমন সমস্যা হচ্ছে না। কারণ আমি যখন ঢাকায় থাকি, তখন সিসি টিভি ক্যামেরায় দেখি। এছাড়া আমার মা, ছোট ভাই রয়েছে। পাঁচজন লোক রয়েছেন খামার দেখাশোনা করার জন্য। গরুর যদি কোনো রোগবালাই হয়, তখন আমরা সদরের প্রাণিসম্পদ অফিসের কাছ থেকে সহযোগিতা নিই। পরামর্শ নিই। এভাবে পালন করছি।

ভবিষ্যতে গরুর খামার আরও বড় করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বগুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান কালবেলাকে জানান, সদর উপজেলায় ৩ হাজার ৩০০ জন উদ্যোক্তা খামারি এবার ৭২ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। উপজেলায় চাহিদা ৭০ হাজার পশু। কোরবানি ঘিরে বগুড়া সদর উপজেলায় এবার প্রায় ৪৮৩ কোটি টাকার লেনদেন হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১০

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১১

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১২

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৬

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৭

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

২০
X