লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী রাষ্ট্র হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে : সরওয়ার ছিদ্দিকী 

কুমিল্লার লাকসামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। ছবি : কালবেলা
কুমিল্লার লাকসামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। ছবি : কালবেলা

ইসলামী রাষ্ট্র কায়েম হলে এ দেশে দুর্নীতি-জুলুম বন্ধ হবে, শ্রমিক, চাকরিজীবী ও ব্যবসায়ী সবাই ন্যায্য অধিকার পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের মাঝে ইসলামী গণজাগরণ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ চাইলেই এ দেশে ইসলামি রাষ্ট্র কায়েম করা সম্ভব।

মঙ্গলবার (১০ মে) সকালে লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, এ দেশের আজ ৫৩ বছর। এ দেশের সব নির্বাচন রাতের অন্ধকারে হয়নি। দিনেও হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। জামায়াতে ইসলামী ছাড়াও জাকের পার্টি, ইসলামী আন্দোলনসহ আরও ইসলামী দল ছিল। ওইসব নির্বাচনে অধিকাংশ মানুষ ইসলামি দলকে ভোট দেয়নি। তাই এ দেশে ইসলামি হুকুমত কায়েম হয়নি।

তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ইসলামি রাষ্ট্রের কনসেপ্ট পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। প্রতিটি ভোটার, প্রতিটি মা-বোনের কাছে এই কনসেপ্ট ক্লিয়ার হলেই এ দেশে ইসলামি হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী ৯ মাসে ইসলামি রাষ্ট্রের কনসেপ্ট পৌঁছে দিতে হবে।

লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, নটর ডেম কলেজের অধ্যাপক ড. এবিএম মাহবুবুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমির মাওলানা নূর মোহাম্মদ তাহেরী, সাবেক আমির বিশিষ্ট ব্যাংকার মো. আবুল হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি মাস্টার একেএম শাহ আলম, সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, মাওলানা দেলোয়ার হোসেন, নুরে আলম, অধ্যাপক আব্দুল কাহহার, মাওলানা আবু জাফর সালেহ, আব্দুর রহমান, ফয়সাল মুন্সি, মুফতি আকতার হোসেন আজাদী, সাইফুল ইসলাম খোকন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা বিলাল হোসাইন মালেকী, প্রভাষক সোলেমান সরওয়ার, পৌরসভা ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবির সভাপতি রিফাত হোসেন প্রমুখ। এ সময় লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেই আক্রান্ত হাসপাতাল

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

১২

এসিআই পিএলসি-তে চাকরির সুযোগ

১৩

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৫

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

১৬

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

১৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

২০
X