পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

জাম পাড়াকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

পাংশা ম‌ডেল থানা। ছবি : সংগৃহীত
পাংশা ম‌ডেল থানা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপ‌জেলার কসবামাঝাইল ইউ‌নিয়‌নের পারকুল গ্রা‌মে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- পারকুল গ্রা‌মের কবির মণ্ডলের ছেলে মাহফুজ মন্ডল (৩১), মোতালেব বিশ্বাসের স্ত্রী জরিনা (৮০), ছেলে ইকবাল হোসেন (৩৫), মিলন মণ্ডলের স্ত্রী নাসিমা বেগমা (২৫), ইকবাল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন (৩২), রবিউলের স্ত্রী খাদিজা বেগম(২০) ও মুজাহার সরদারের ছেলে সবুজ সরদার (৩০)।

স্থানীয়রা জানায়, তা‌লেব মণ্ডলের গাছ থে‌কে জাম পাড়‌ছি‌লেন আনোয়ার সরদার। এসময় তা‌লেব মন্ড‌লের পুত্রবধূ জাম পাড়‌তে নিষেধ ক‌রেন। এতে দুপ‌ক্ষে‌র মা‌ঝে কথা কাটাকাটির শুরু হয়। প‌রে দুই পক্ষ সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হ‌য়। প‌রে আহতদের পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ সরদার বলেন, আমরা বিএনপি করি। আজ সকালে আমাদের জাম গাছ থেকে জোরপূর্বক জাম পাড়তে যায় নয়ন ও নাঈম। আমরা জাম পাড়তে নিষেধ করলে তারা চলে যায়। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টেক্কাসহ ইউনিয়নের জয়নাল, তার ছেলে নয়ন ও নাঈমসহ প্রায় ১৫-২০ জন আমাদের ওপর হামলা করে। মূলত জাম পাড়াকে ইস্যু করে আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৭ জন আহত হয়েছে। এছাড়াও আমাদের বাড়িতে লুটপাট চালিয়েছে। বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টেক্কা কসবামাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ কালবেলাকে বলেন, আজকে যারা আহত হয়েছে তারা সবাই আমাদের (বিএনপি) দল করে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কসবামাজাইল ইউপি চেয়ারম্যানের সঙ্গে মিশে প্রায়ই আমাদের লোকদের ওপর হামলা করে আসছে। এ বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিয়ার সুফল মাহমুদ কালবেলাকে বলেন, জাম পাড়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এখানে কে আওয়ামী লীগ, আর কে বিএনপি আমার জানা নেই। আমি বিষয়টি শুনেছি ৩-৪ ঘণ্টা পর।

পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠিয়ে প‌রি‌স্থি‌তি শান্ত করা হয়েছে। জাম পাড়াকে কেন্দ্র ক‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে বলে জানা গেছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাঙাস সাড়ে ২৩ হাজারে বিক্রি

সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

বিবিসির বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে যে কারণে গ্রেপ্তার করা যাবে না

স্বাস্থ্য পরামর্শ / নতুন আতঙ্কের নাম জিকা ভাইরাস

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু, যুদ্ধ বন্ধের প্রত্যাশা

‘সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ’

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

১০

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

১১

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

১২

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

১৩

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

১৪

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

১৫

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

১৬

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

১৭

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

১৮

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১৯

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

২০
X