নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক (৫২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি বাসা থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
শামসুল হক বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পাট গুদামের শ্রমিক ছিলেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল হক নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব মোরশেদ বলেন, ‘বাসচালক পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য করুন