ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ শেষে ফাঁকা নগরী ফের কোলাহলমুখর, বাড়ছে চাপ

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন চট্টগ্রাম নগরবাসী। ছবি : কালবেলা
ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন চট্টগ্রাম নগরবাসী। ছবি : কালবেলা

ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে খুলবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে আগে ভাগেই রওনা দিয়েছেন অনেকে। যাত্রীরা ট্রেন, বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ হাতে নিয়ে ছুটছেন সিএনজিচালিত অটোরিকশার খোঁজে। কেউ সরাসরি কর্মস্থলের উদ্দেশে, কেউবা বাসায় ফিরছেন। ফলে সপ্তাহের বেশি সময় ফাঁকা থাকা নগরী ফের কোলাহলমুখর হতে শুরু করেছে।

দেখা গেছে, ফেরত আসা যাত্রীদের এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। সকাল থেকেই ট্রেনে চেপে যাত্রীরা চট্টগ্রামে ফিরেছেন। গত ৭ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি চলছে সরকারি অফিস-আদালতে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফেনী থেকে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন কালবেলাকে বলেন, কোরবানি ঈদ করতে পরিবার নিয়ে বাড়িতে গিয়েছি। প্রতি বছর দুই ঈদে যাওয়া হয়। এবার ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। কোনো ধরনের অঘটন ঘটেনি। ঈদ আনন্দ শেষে পরিবার নিয়ে শহরে ফিরেছি। আগামী রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোদমে শুরু হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই দিন ধরে যাত্রীরা ফিরতে শুরু করলেও আজ শুক্র ও আগামীকাল শনিবার নগরীতে ফেরার মূল চাপ থাকবে। যাত্রীদের ফেরা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চাঁদপুর থেকে আসা রেলযাত্রী বিউটি আক্তার কালবেলাকে বলেন, ঈদে বাড়ি যেতে তেমন কোনো সমস্যা হয়নি। রেলওয়ে পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল। রেলস্টেশনে ছিনতাইয়ের কবলে পড়েছিলাম এমন দিনও গেছে। তবে এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। ঈদ শেষে সহিসালামতে পরিবার নিয়ে শহরে আসতে পেরেছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, এবারের ঈদে রেল ভ্রমণে যাত্রীদের স্বস্তির যাত্রা উপহার দিতে পেরেছি। এখন বাড়ি থেকে মানুষ শহরমুখী হচ্ছেন। আমরা সক্রিয় রয়েছি। আমাদের সঙ্গে এপিবিএন পুলিশ, আনসার ও আরএনবি সহযোগী রয়েছেন। ঈদের প্রথম ট্রেন যাত্রা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ছিনতাই, মলম পার্টি, শয়তানের নিঃশ্বাস ইত্যাদি চক্রের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কোনো ঘটনা নেই।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে নগরীর নতুন ব্রিজ, একে খান গেট ও অক্সিজেন, কদমতলী, শুভপুর বাসস্ট্যান্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে পৌঁছাচ্ছে একের পর এক। প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়, সবার চোখে-মুখে ঈদের আনন্দের রেশ। যাত্রীরা বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ হাতে নিয়ে ছুটছেন সিএনজি অটোরিকশার খোঁজে।

একে খানে সৌদিয়া বাস যাত্রী মো. মিশকাত হোসেন কালবেলাকে বলেন, তিনি কুমিল্লা থেকে উঠেছেন। কোরবানি ঈদ করতে গত বৃহস্পতিবার বাড়ি যান। মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। গ্রামের মানুষ শহরমুখী হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া সামান্য বেশি। লোকাল বাসগুলোতে যাত্রীর ভিড় বেশি।

সিএনজিচালিত অটোরিকশাচালক রহিম মিয়া কালবেলাকে বলেন, নগরীতে ঈদ আমেজ কাটতে শুরু করেছে। মানুষ বাড়িঘর থেকে ফিরছে। ঈদের পর থেকে কোম্পানির ইনকাম তুলতে কষ্ট হয়েছে। বাড়তি কোনো টাকা নিয়ে বাসায় ফিরতে পারিনি। তবে বৃহস্পতি ও শুক্রবার ভাড়ার বাজার আগের চেয়ে অনেক ভালো।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রহিম কালবেলাকে বলেন, আমার থানাধীন শুভপুর বাসস্ট্যান্ড এবং কদমতলী বাসস্ট্যান্ড রয়েছে। দুই বাসস্ট্যান্ডে সবসময় নজরদারিতে রয়েছে। এছাড়া একটি ঘাটও রয়েছে। সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। টহল টিমও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম কালবেলাকে বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের পুলিশ সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছে। ঈদ উপলক্ষে আমাদের যে বেইজ গঠন করা হয়েছিল তাদের সোমবার থানায় এবং লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে ট্যানারি এলাকায় আমাদের বিশেষ নজরদারি রয়েছে। এখন পর্যন্ত কোনো চুরি, ছিনতাই, নাশকতা ইত্যাদির খবর নেই। প্রতিটি থানার পুলিশ সদস্যরা তাদের রুটিন মোতাবেক কার্যক্রমে ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মৃত্যু

প্রাথমিকে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার 

জবিতে জন্মাষ্টমী উদযাপন

শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস, ঢাবিতে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি 

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

১০

বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

১১

বিশ্লেষণ / কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের?

১২

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস : নাহিদ

১৩

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

১৪

স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব : বিমানবাহিনী প্রধান 

১৫

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

১৬

২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৭

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে, বিশ্ব তত নিরাপদ হবে : আনু মুহাম্মদ

১৮

অসুস্থ হাতির চিকিৎসায় গিয়ে আহত দুই চিকিৎসক

১৯

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

২০
X