বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১

ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত
ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে।

এ নিয়ে বিভাগে চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৮৪ জনে। আর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে।

সর্বশেষ মৃত্যু হয়েছে- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪০)। ১৩ জুন রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১২ জুন তাকে এ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে নতুন করে আরও ১৪ আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত হাসপাতালে ৮৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ১০১ জনসহ বর্তমানে বিভাগের ৬টি জেলার দুটি মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ৩৮৮ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮০ জন। এ জেলার সর্বোচ্চ ২৪১ জন এখনো বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে বলেন, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চিকিৎসার চেয়ে সামাজিক প্রতিরোধ জরুরি। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আমিনুল হক

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

১০

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

১১

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

১২

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১৩

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১৪

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১৫

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৬

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৭

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১৮

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

১৯

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X