বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১

ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত
ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে।

এ নিয়ে বিভাগে চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৮৪ জনে। আর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে।

সর্বশেষ মৃত্যু হয়েছে- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪০)। ১৩ জুন রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১২ জুন তাকে এ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে নতুন করে আরও ১৪ আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত হাসপাতালে ৮৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ১০১ জনসহ বর্তমানে বিভাগের ৬টি জেলার দুটি মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ৩৮৮ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮০ জন। এ জেলার সর্বোচ্চ ২৪১ জন এখনো বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে বলেন, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চিকিৎসার চেয়ে সামাজিক প্রতিরোধ জরুরি। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় চালু হলো নতুন সাবজেক্ট

মুরাদনগরে বিষাক্ত স্পিরিট পানে ২ জনের মৃত্যু

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

১০

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

১১

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

১২

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১৩

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১৪

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১৫

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৬

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৭

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৮

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৯

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

২০
X