রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১

ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত
ডেঙ্গু রোগবাহী এডিস মশা। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে।

এ নিয়ে বিভাগে চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৮৪ জনে। আর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে।

সর্বশেষ মৃত্যু হয়েছে- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪০)। ১৩ জুন রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১২ জুন তাকে এ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালে নতুন করে আরও ১৪ আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া দুপুর পর্যন্ত হাসপাতালে ৮৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ১০১ জনসহ বর্তমানে বিভাগের ৬টি জেলার দুটি মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ৩৮৮ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। মৃত্যু হয়েছে আটজনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার। আক্রান্তের সংখ্যাও বরগুনায় বেশি। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮০ জন। এ জেলার সর্বোচ্চ ২৪১ জন এখনো বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে বলেন, বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চিকিৎসার চেয়ে সামাজিক প্রতিরোধ জরুরি। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১০

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১১

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৩

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৪

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৫

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

১৬

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

১৭

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

১৮

মনিরামপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

১৯

নিজেদেরই এক অঙ্গরাজ্যে সেনা পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

২০
X