হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন।
তারা হলেন অটোরিকশাচালক ফরিদ মিয়া ও যাত্রী ফারুক মিয়া।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা যাত্রী ফারুক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত অটোচালক ফরিদ মিয়াকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’
মন্তব্য করুন