সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বাড়িওয়ালার

সিদ্ধিরগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত
সিদ্ধিরগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘর ভাড়ার বকেয়া পাওনা নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে হাতাহাতিতে মো. আবুল বাশার (৭০) নামে এক বাড়িওয়ালা নিহত হয়েছেন। এ ঘটনা ভাড়াটিয়া পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (৩০), তার স্ত্রী আলেয়া বেগম (২৫) ও মা ফাতেমা বেগম (৪৫)।

এদিকে বাড়ির মালিক আবুল বাশারের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, ভাড়াটিয়েদের ধাক্কায় পরে তার মৃত্যু হয়েছে। তবে ভাড়াটিয়া পরিবারের দাবি, নিজের ছেলের ধাক্কায় পরে গেছে আবুল বাশার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ হোসেন ১ বছরের অধিক সময় ধরে আবুল বাশারের বাড়িতে ভাড়া থাকেন। গত ৩ মাস ধরে তিনি ভাড়া দিচ্ছেন না। বাড়ি ছাড়ার কথা বললেও তিনি ছাড়ছেন না। ফলে সোমবার রাতে সোহাগ হোসেনের ঘরে তালা লাগিয়ে দেয় বাড়ির মালিক। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ এতে ঘরে তালা লাগানো দেখে বাড়িওয়ালার ছেলে নাফিজকে (৩৫) তালা খুলে দিতে অনুরোধ করেন। তখন নাফিজ সোহাগের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন ছুটে আসে নাফিজের ছোট ভাই বাধন (৩০)। দুভাই মিলে ভাড়াটিয়া সোহাগকে মারধর শুরু করে। হৈ হল্লা শুনে সোহাগের স্ত্রী আলেয়া বেগম ও মা ফাতামে বেগম ছুটে আসেন।

নামপ্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন প্রতিবেশী জানান, বাড়ির মালিক আবুল বাশার ঝগড়া থামানো চেষ্টা করেন। তার ২ ছেলে ও ভাড়াটিয়া সোহাগের মধ্যে ধস্তাধস্তি চলার সময় ছেলে নাফিজের ধাক্কা লেগে পড়ে যায় আবুল বাশার। তখন তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের ছেলে নাফিজ জানায়, তার বাবাকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাড়াটিয়াদের ধাক্কায় পড়ে গিয়ে তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নাফিজের।

ভাড়াটিয়া সোহাগ হোসেনের দাবি, তাকে মারধর করার সময় আবুল বাশার ছেলেদের শান্ত করার চেষ্টা করছিলেন। তখন তার ছেলে নাফিজের ধাক্কা লেগে তিনি পড়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বকেয়া ভাড়া নিয়ে ঝগড়া হয়। নিহতের স্বজনদের অভিযোগ, ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে আবুল বাশারকে ফেলে দিলে তিনি আহত হন। পরে হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১০

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

১১

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

১২

হার্দিকের আধিপত্য ভাঙলেন পাক তারকা, বিশ্বরেকর্ড অভিষেকের

১৩

রংপুর বিভাগের সব পূজামণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

১৪

‘আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

১৫

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

১৬

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

১৭

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

১৮

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

১৯

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

২০
X