সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল বাড়িওয়ালার

সিদ্ধিরগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত
সিদ্ধিরগঞ্জ থানার ফটক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘর ভাড়ার বকেয়া পাওনা নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে হাতাহাতিতে মো. আবুল বাশার (৭০) নামে এক বাড়িওয়ালা নিহত হয়েছেন। এ ঘটনা ভাড়াটিয়া পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. তছর উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (৩০), তার স্ত্রী আলেয়া বেগম (২৫) ও মা ফাতেমা বেগম (৪৫)।

এদিকে বাড়ির মালিক আবুল বাশারের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, ভাড়াটিয়েদের ধাক্কায় পরে তার মৃত্যু হয়েছে। তবে ভাড়াটিয়া পরিবারের দাবি, নিজের ছেলের ধাক্কায় পরে গেছে আবুল বাশার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ হোসেন ১ বছরের অধিক সময় ধরে আবুল বাশারের বাড়িতে ভাড়া থাকেন। গত ৩ মাস ধরে তিনি ভাড়া দিচ্ছেন না। বাড়ি ছাড়ার কথা বললেও তিনি ছাড়ছেন না। ফলে সোমবার রাতে সোহাগ হোসেনের ঘরে তালা লাগিয়ে দেয় বাড়ির মালিক। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ এতে ঘরে তালা লাগানো দেখে বাড়িওয়ালার ছেলে নাফিজকে (৩৫) তালা খুলে দিতে অনুরোধ করেন। তখন নাফিজ সোহাগের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তখন ছুটে আসে নাফিজের ছোট ভাই বাধন (৩০)। দুভাই মিলে ভাড়াটিয়া সোহাগকে মারধর শুরু করে। হৈ হল্লা শুনে সোহাগের স্ত্রী আলেয়া বেগম ও মা ফাতামে বেগম ছুটে আসেন।

নামপ্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন প্রতিবেশী জানান, বাড়ির মালিক আবুল বাশার ঝগড়া থামানো চেষ্টা করেন। তার ২ ছেলে ও ভাড়াটিয়া সোহাগের মধ্যে ধস্তাধস্তি চলার সময় ছেলে নাফিজের ধাক্কা লেগে পড়ে যায় আবুল বাশার। তখন তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের ছেলে নাফিজ জানায়, তার বাবাকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাড়াটিয়াদের ধাক্কায় পড়ে গিয়ে তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নাফিজের।

ভাড়াটিয়া সোহাগ হোসেনের দাবি, তাকে মারধর করার সময় আবুল বাশার ছেলেদের শান্ত করার চেষ্টা করছিলেন। তখন তার ছেলে নাফিজের ধাক্কা লেগে তিনি পড়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বকেয়া ভাড়া নিয়ে ঝগড়া হয়। নিহতের স্বজনদের অভিযোগ, ভাড়াটিয়ারা ধাক্কা দিয়ে আবুল বাশারকে ফেলে দিলে তিনি আহত হন। পরে হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষণা

১০

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

১১

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

১২

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

১৩

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

১৪

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

১৫

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

১৬

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

১৭

ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ৪ উপায়

১৮

‘ব্যবসায়ী’ আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ

১৯

যশোরে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন বাতিল

২০
X