বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে না, জনগণকে ক্ষমতায় বসাতে এবং গণতন্ত্রকে মুক্ত করতে আন্দোলন করছে।
শুক্রবার বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে 'বিএনপির আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে' মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহরের মাধবপুরস্থ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাসভবনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এ সময় বিশেষ অতিথি ছিলেনসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী ও কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম।
এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উয়াল চৌধুরী, মো. হাতেম আলী, মোকলেছুর রহমান জীবন, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, শফিকুল ইসলাম মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন