নড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরী।
হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মতুয়া রত্ন বলদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী লীগের সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এস এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়ামাতা সুর্বনা ঠাকুর, রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান, রোটারিয়ান ফরিদা ইয়াসমীন।
স্বাগত বক্তব্য রাখেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল।
কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মতুয়া ঢাক-ঢোল পিটিয়ে অংশগ্রহণ করেন। মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেন।
মন্তব্য করুন