গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয়দের মাথাব্যথা সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

যত্রতত্র পার হচ্ছেন পথচারীরা। ছবি : কালবেলা
যত্রতত্র পার হচ্ছেন পথচারীরা। ছবি : কালবেলা

গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার চার লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। ইতোমধ্যে প্রকল্পটির ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

এই প্রকল্পে থাকছে ৪০টি আন্ডারপাস, ৩টি ব্রিজ, ১টি ইন্টারসেকশন এবং ১টি ফ্লাইওভার। যার বেশিরভাগই এখন দৃশ্যমান। ট্রায়াল চলছে টোল প্লাজারও।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের এসআরবিজি। এক্সপ্রেসওয়ের গাজীপুর অংশের ১৮ কিলোমিটার ঘুরে দেখা যায়, পূর্ব তালুটিয়া এলাকায় ১ কিলোমিটার জায়গায় এখনো নির্মাণ হয়নি সার্ভিস রোড বা পার্শ্ব রাস্তা।

ওই এলাকার বাসিন্দা জালাল উদ্দিন জানান, হাজার কোটি টাকার রাস্তার পাশে আমরা রয়েছি মহাবিপদে। রাস্তা না থাকায় বন্ধ রয়েছে আমাদের দোকানপাট, বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারা। দুর্বিষহ জীবনযাপন করছি আমরা।

শামসুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, অধিগ্রহণ করা জায়গার পুরোটাতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করার কারণে পাশে কোনো জায়গা অবশিষ্ট নেই। ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলাফেরা করতে হয়। রাতে চোর-ছিনতাকারীদের ভয় তো আছেই।

এদিকে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) উপরে বসানো প্লেট ভেঙে নাট খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সরেজমিনে দেখা যায় অনেক জায়গায় নেই প্লেট, কোথাও ভেঙে পড়ে আছে নিচে। আবার কোথাও প্লেট খুলে নিয়ে জায়গা দিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা।

এক্সপ্রেসওয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চললেও ভোগরা ফ্লাইওভারের নিচ থেকে টোল প্লাজা পর্যন্ত সড়কে খানাখন্দে বেহাল দশা। এই এক কিলোমিটার সংযোগ সড়ক মেরামত না করলে সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকেই যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাতে এসব লোহা খুলে ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে কিছু যুবক।

এ বিষয়ে জানতে সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের চাইনিজ কর্মকর্তা প্রথমে রাজী হলেও পরে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক কর্মকর্তা বলেন, সড়কে চুরির বিষয়টি আমরা জেনেছি। এ জন্য সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হচ্ছে।

একাধিকবার কল করা হলে পাওয়া যায়নি প্রকল্প পরিচালক সুমন সিংহকে।

চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি—রিজিড পেভমেন্ট প্রযুক্তি। যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।

৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা-সিলেট ও ভোগরায় সংযোগ ঘটাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

প্রবল বাতাসে গ্রিনল্যান্ডে বিদ্যুৎ বিপর্যয়

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

১০১ বছর বয়সে রাত জাগা, জাঙ্ক ফুডের অভ্যাসেও সুস্থ তিনি

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবিতে চাঁদাবাজি-উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন 

গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির ৩ নেতা  বহিষ্কার

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

কালাই বড়িতেই ঘুরছে অর্থের চাকা, বদলাচ্ছে শত কারিগরের জীবন

১০

মানবিক বাংলাদেশ গড়তে চান আমিনুল হক

১১

ছাত্রদলের মিছিলে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়ল সায়দুল

১২

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও একজন

১৩

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমি জনগণের প্রতি দায়বদ্ধ : রবিন

১৪

‘চাঁদাবাজির অভিযোগ’ ইস্যুতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

১৫

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

১৬

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

১৭

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

১৮

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

১৯

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

২০
X