চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। একটি বেসরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় জিকা পজিটিভ আসে। তবে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সোমবার রাতে এপিক হেলথ কেয়ারে করা পরীক্ষায় এক নারী ও এক পুরুষ রোগীর শরীরে প্রাথমিকভাবে জিকার অস্তিত্ব ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানিয়েছেন। পরে চূড়ান্তভাবে ঘোষণা করবেন। তবে যাদের শরীরে শনাক্ত হয়েছে তারা বাসায় আছেন এবং সুস্থ আছেন।
জানা গেছে, আক্রান্তদের জ্বর, র্যাশ, হাত-পা ফোলাসহ নানা উপসর্গ রয়েছে। যদিও জিকা সাধারণত প্রাণঘাতী নয়, তবে বিশেষ ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরা। ভাইরাসটি এডিস মশার মাধ্যমেই ছড়ায়, যেটি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্যও দায়ী। একটি একই কিটে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা পরীক্ষা করা হয়।
মন্তব্য করুন