চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন- জুট মিলস এলাকার রবিউল আহমেদ (২১), মাইনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (২২)।
এর আগে বুধবার (৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলা সদরের হামিদিয়া জুট মিলস্ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জ থানার তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং স্থানীয়ভাবে তৈরি তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে। যৌথ বাহিনীসহ আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন