দীর্ঘ ১০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অহিদুল ইসলামের।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার হাপানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অহিদুল ইসলাম (৪০) আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তার ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় হাপানিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘ ১০ বছর ধরে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন