গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:১৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা
স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা

রোগীর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বাণিজ্য, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা পুড়িয়েছেন স্থানীয়রা। এ ঘটনার পরই হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যান অভিযুক্ত ওই চিকিৎসক।

পরে ২৪ ঘণ্টার মধ্যে ওই চিকিৎসকের অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পেলে পরিস্থিতি শান্ত হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে দেড় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে অপসারণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী ও ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, সোমবার সকালে ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। এ সময় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের দালালরা মানববন্ধনের সামনে তিনবার মহড়া দেয়। এর পরই আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এর আগে মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন, মোর্শেদ হাসান ও সানাউল হোসেন।

রুবেল গোমস্তা বলেন, দুর্নীতিবাজ এ কর্মকর্তার অপসারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও বহাল তবিয়তে থেকে কমিশন আদায়ের জন্য টেস্ট বাণিজ্য করে আসছেন মনিরুজ্জামান। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিল। ফলে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আমরা।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তারা কথা না রাখলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. মনিরুজ্জামানের রোগীর স্বাস্থ্যপরীক্ষার বিষয়ে বাণিজ্যের বিষয়টি ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে : ডা. জাহিদ

আমাদের সকলে মিলেই সফল হতে হবে : আলী রিয়াজ

১৭ জুলাই সন্ত্রাস প্রতিরোধ দিবস পালনের ঘোষণা ঢাবি উপাচার্যের

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, কীভাবে নিরাপদ থাকবেন

‘সিআইডি’ তারকাদের পারিশ্রমিক, কে কত পান?

ঘুষ দিয়ে পিয়নের চাকরি, বেতন না পেয়ে যুবকের কাণ্ড

গবেষণা / সঙ্গী খোঁজা, মিলনে আগ্রহ হারিয়ে ফেলছে মাছেরা 

পালমার শেখালেন কখনো কখনো ছেড়ে যাওয়াটাই উত্তম

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

বনানীতে পথশিশুকে ধর্ষণ

১০

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই, পরীক্ষা আগস্টের শেষে

১১

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

১২

ইসরায়েলের সীমান্তের কাছে এগিয়ে গেল সিরিয়ার ট্যাংক, অতঃপর...

১৩

এপেক্স নিয়ে এলো শিশুদের জন্য অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৪

গাজায় স্বাধীনতাকামীদের উৎখাতে মাহমুদ আব্বাসের পরিকল্পনা

১৫

‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি’ অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার বাংলাদেশ

১৬

কুষ্টিয়ায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

১৭

সন্তান প্রসবের আগে জেনেছেন তিনি অন্তঃসত্ত্বা

১৮

টেস্ট অধিনায়কত্বে আগ্রহী তাইজুল

১৯

২৭ রানে অলআউট ক্যারিবীয়রা, রেকর্ডের পাহাড় ভাঙল অস্ট্রেলিয়া

২০
X