নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নগদ টাকা ও বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ মো. রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি প্রহরীর চাকরির আড়ালে চোরদের পুলিশের তথ্য দিয়ে তাদের থেকে কম দামে চোরাই পণ্য ক্রয় করতেন।
রোববার (৩ সেপ্টেম্বর) মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার থেকে তাকে আটক করা হয়।
রফিকের কাছ থেকে নগদ দুই লাখ ৯ হাজার ১৩২ টাকা, ১৩৩ পিস শাড়ি, ৫১ পিস লুঙ্গি, ৩৪ পিস থ্রি-পিস, ৬টি পুরোনো মোবাইল, চিনি-মুদি মালামাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য তিন লাখ ৪০ হাজার ৭৫২ টাকা।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মালামালসহ রফিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক মো. রফিক সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের নাইট গার্ড ও কাঁচা মালের ব্যবসার আড়ালে জলে-স্থলে চোরাই চক্রকে পুলিশের গতিবিধি জানাতেন। বিনিময়ে তিনি কম দামে চোরাই পণ্য কিনে বাজারে বিক্রি করতেন।
মন্তব্য করুন