বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলে গ্রেপ্তার

ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

বৃদ্ধা মাকে জীবনের জন্য হুমকিস্বরূপ দাবি করে বাড়ির ফটকে লোহার গেট লাগিয়ে তালা দেওয়া সেই ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২), শহরের চকদেব এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ খোকন (৪৫) এবং শহরের কাজীর মোড় এলাকার চান্দুর ছেলে নাহিদ ইসলাম (৩৫)।

এর আগে সোমবার (১৪ জুলাই) নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় স্বামীর রেখে যাওয়া বাড়িতে ঢুকতে গিয়েছিলেন ৭০ বছর বয়সী বিলকিস আক্তার। ৫ ঘণ্টা অপেক্ষা করেও ঢুকতে পারেননি তিনি।

জানা গেছে, বৃদ্ধা বিলকিস আক্তারের এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে কানাডায় থাকেন। শহরের কাজীর মোড়ে বিলকিস আক্তারের স্বামী নিজের ১০ শতক জমির ওপর প্রায় ৩০ বছর আগে দুই তলা বাড়িটি নির্মাণ করেন। ওই বাড়ির দুতলার একটি ফ্লাটে তিনি বসবাস করে আসছিলেন। সোমবার বেলা ১১টার দিকে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে চাইলে প্রবেশে বাধা দেন তার ছেলে। পরে সিঁড়ির পাশেই বিকেল ৫টা পর্যন্ত বসে ছিলেন বৃদ্ধা মা।

আরও জানান গেছে, ঘটনাটি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে বিকেলে গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের কর্মীরা যান। গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনের কর্মীদের সামনেই মা এবং ছেলের পক্ষে লোকজনের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে দুপক্ষকেই থানায় আলোচনার জন্য নিয়ে যায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।

বিলকিস আক্তার বলেন, আমার স্বামী এ বাড়ি করেছেন। এটা আমার স্বামীর স্মৃতি। জীবনের বাকিটা সময় এ বাড়িতে কাটাতে চাই। এ বাড়িতে আমার মালিকানা কম বলে ছেলে এর আগেও কটাক্ষ করেছে। মেয়েরা আমার অপমান সইতে না পেরে তাদের অংশ আমাকে লিখে দিয়েছে। এ বাড়িতে কাগজে-কলমে আমার অংশই বেশি। কিন্তু আমার ছেলে পুরো সম্পত্তি হাত করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিতে চায় না।

অপরদিকে ছেলে গ্রেপ্তারের আগে জুমাতুল এম ইসলাম সৌরভ জানিয়েছিলেন, মা আমার জীবনের জন্য হুমকিস্বরূপ। তাই বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। যার কারণে এ সিদ্ধান্ত নিয়েছি।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, বৃদ্ধ মাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় তার ছেলে সৌরভ এবং ছেলের বন্ধুরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের দুপক্ষকেই আলোচনার জন্য থানায় নিয়ে আসে। আলোচনা চলা অবস্থায় সৌরভ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করতে চায়। পুলিশ তখন তাকে আটক করে। বৃদ্ধা ওই মা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে অভিযুক্তদের সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিলকিস বেগমের স্বামীর মৃত্যুর পর বসতবাড়ির জমি নিয়ে ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভের সঙ্গে মা বিলকিস আক্তারের বিরোধ সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার ও তার তিন সন্তান ওই বসতবাড়ির অংশীদার হন। কিন্তু বসতবাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য সৌরভ তার মাকে চাপ দিতে থাকেন। কিন্তু মা ও বোনেরা তাকে বসতবাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার ২০২১ সাল থেকে অধিকাংশ সময় নওগাঁ শহরেই বড় মেয়ের বাড়িতে থাকছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১০

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

১১

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১২

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৩

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১৪

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৫

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

১৬

নখ-দন্তহীন উচ্চকক্ষ কোনো কাজে আসবে না : এবি পার্টি

১৭

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ বুধবার

১৮

সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা

১৯

‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

২০
X