চট্টগ্রামের ত্যাগী নেতাকর্মীদের অসুস্থ স্বজনদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নগরের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন এসব স্বজনদের দেখতে যান তিনি।
এসময় তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের মেয়ে, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর সহধর্মিণী ডাক্তার কামরুন নাহার দস্তগীরের শারীরিক খোঁজ খবর নেন।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, খুলশী থানা সেচ্ছাসেবক দলের রায়হান আলম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাতসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন