চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন দলের চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে জোবাইরুল আরিফ বলেন, সরকারের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠছে যে আমরা গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, তা নিয়ে নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন এ বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছি।

চট্টগ্রামে হামলার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। যদি কোনো ধরনের হামলা হয়, বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির আসন্ন জুলাই পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। জোবাইরুল জানান, ১৯ জুলাই কক্সবাজার থেকে শুরু হবে এ কর্মসূচি। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

কক্সবাজারের কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা বান্দরবান হয়ে চট্টগ্রামে ফিরবেন। ২০ জুলাই সকালেই চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। দুপুরের মধ্যে রাঙামাটির কর্মসূচি শেষ করে বিকেল সাড়ে তিনটায় আবার চট্টগ্রামে ফিরে আসবেন।

চট্টগ্রামে পদযাত্রা শুরু হবে কাপ্তাই রাস্তার মাথা থেকে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট, এরপর টাইগারপাস হয়ে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। তবে যানজট বা অন্যান্য পরিস্থিতির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া ২১ জুলাই সকালে খাগড়াছড়ি এবং বিকেলে ফেনীতেও পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান, শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন জ্বিলানীসহ অন্যান্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় পড়ে আছে ১৪ কোটি টাকার কিশোরগঞ্জ পৌর মার্কেট

৬ ভিপি-জিএসসহ চাকসুর হল সংসদের মিশ্র জয়ে এগিয়ে ছাত্রদল

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

বিকেল চারটার মধ্যে আগুন নির্বাপন হবে

শ্রীমঙ্গলে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

লবণাক্ত পানির কারণে স্বাস্থ্যঝুঁকিতে কুয়েট শিক্ষার্থীরা, দেখা দিয়েছে চর্মরোগ

নাটোরে তিন দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

১০

বিএনপি মহাসচিবের যে আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনরত শিক্ষকরা

১১

স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, অতঃপর...

১২

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

১৩

মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন

১৪

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

১৫

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

১৬

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৭

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

১৮

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১৯

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

২০
X