চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন দলের চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে জোবাইরুল আরিফ বলেন, সরকারের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠছে যে আমরা গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, তা নিয়ে নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন এ বিষয়ে ভাবতে বাধ্য হচ্ছি।

চট্টগ্রামে হামলার শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। যদি কোনো ধরনের হামলা হয়, বিপ্লবী ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির আসন্ন জুলাই পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। জোবাইরুল জানান, ১৯ জুলাই কক্সবাজার থেকে শুরু হবে এ কর্মসূচি। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

কক্সবাজারের কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা বান্দরবান হয়ে চট্টগ্রামে ফিরবেন। ২০ জুলাই সকালেই চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে যাত্রা করবেন তাঁরা। দুপুরের মধ্যে রাঙামাটির কর্মসূচি শেষ করে বিকেল সাড়ে তিনটায় আবার চট্টগ্রামে ফিরে আসবেন।

চট্টগ্রামে পদযাত্রা শুরু হবে কাপ্তাই রাস্তার মাথা থেকে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট, এরপর টাইগারপাস হয়ে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। তবে যানজট বা অন্যান্য পরিস্থিতির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া ২১ জুলাই সকালে খাগড়াছড়ি এবং বিকেলে ফেনীতেও পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান, শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেশন কমিটির প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন জ্বিলানীসহ অন্যান্য নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলনবিল রক্ষায় কঠোর প্রশাসন

‘নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল প্রস্তুত’

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

১০

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

১২

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১৩

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১৪

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১৫

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৬

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৭

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

১৮

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

২০
X