বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক একটি পক্ষ মেনে নিতে পারছে না।
শনিবার (১৯ জুলাই) নাটোর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমাদের নেতা বলেছেন একটা দেশ পরিচালনা করতে একটা নির্বাচন দরকার। তিনি বারবার বলেছেন, দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাবেন সেই দলের নেতা দেশের প্রধানমন্ত্রী হবেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এ দেশের মানুষ যদি বিএনপিকে ৩০০ আসনের মধ্যে ২৫০ আসনে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলেও তিনি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন।
কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার।
মন্তব্য করুন