চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপিকে বিতর্কিত করতে চক্রান্ত চলছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ও ছেংগারচর পৌর বিএনপির আয়োজনে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। তাদের বলে দিতে চাই, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে কিছু করতে পারেনি বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতারা।
তানভীর হুদা বলেন, বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী কিংবা মাদক কারবারিদের জায়গা নেই। গত এক বছরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের পরও সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কারণ, প্রশাসনযন্ত্রসহ দেশের নানা স্থানে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে থেকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি নির্বাচিত সরকার গঠন হলেই এসব ষড়যন্ত্রের অবসান ঘটবে। বিএনপি সাধারণ জনগণের দল, আর একনিষ্ঠ নেতাকর্মীদের জন্যই আজ দলটি এতটা মজবুত হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সুজাতপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতারা।
মন্তব্য করুন