নেত্রকোনায় মাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে মোবারক হোসেন সাগর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন সাগরের মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সাগর তার মায়ের সঙ্গে একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মোবারক হোসেন সাগর বখাটে ও মাদকাসক্ত ছিল। সংসারের কাজকর্ম ও মাদকসেবন নিয়ে প্রায়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর বসতঘরের ভেতরে তার মায়ের গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোটভাই ইউনুস মিয়া বাদী হয়ে সাগরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামির জবানবন্দি ও ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সাগরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিচারক সাগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছি।
মন্তব্য করুন