ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনে পাশে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও অন্তত আর থেকে ১০ জন। সবাইকেই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে। আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন