বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পা হারিয়ে জুলাইযোদ্ধা রতনের সংসারের আয় রোজগার বন্ধ

আহত জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম রতন। ছবি : কালবেলা
আহত জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম রতন। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে পা হারান বগুড়ার সারিয়াকান্দির শফিকুল ইসলাম রতন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পা হারানোর পর আয় রোজগার বন্ধ হয়ে গেছে পরিবারটির। সেই সঙ্গে বন্ধের পথে দুই মেয়ের লেখাপড়া। অতি কষ্টে দিনাতিপাত করছেন পরবিারটি। ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তিনি সরকারি সহযোগিতা কামনা করেন।

শফিকুল ইসলাম রতন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার ধাপগ্রামের মৃত ইলিয়াস উদ্দিন আকন্দের ছেলে। নদীভাঙনের ফলে নিজেদের ভিটেমাটি হারিয়ে পড়াশোনা ছেড়ে পাড়ি জমান ঢাকায়। সেখানে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার পাঠানো টাকা দিয়েই গ্রামে চলত তার সংসার।

কিন্তু গত বছরের ১৬ জুলাই বিকেলে মিছিলে যোগ দেন শফিকুল ইসলাম রতন। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর শফিপুর এলাকায় পুলিশের গুলি রতনের ডানপায়ে পেছন থেকে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। এতে রতন ছিটকে পড়ে যান।

এরপর স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে কিছুটা সুস্থ হলে তাকে সারিয়াকান্দি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। গ্রামের বাড়িতে অসুস্থ অনুভব করলে তাকে পুনরায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার পায়ে ইনফেকশন হয়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ডান পা কেটে ফেলে দেওয়া হয়। ফলে পঙ্গু হয়ে যান শফিকুল ইসলাম রতন। তবে পরে বেসরকারি একটি ব্যাংকের সহায়তায় তিনি একটি কৃত্রিম পা পেয়েছেন। রতনের বড় মেয়ে সুস্মিতা আক্তার বগুড়া সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিষয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

ছোট মেয়ে মরিয়ম আক্তার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পা হারিয়ে উপার্জনে অক্ষম হওয়ায় পড়াশোনা বন্ধের পথে রতনের মেয়েদের।

রতনের মেয়ে সুস্মিতা আক্তার বলেন, একপা হারিয়ে আমার বাবা কোনো উপার্জন করতে পারছেন না। আমাদের পরিবার খুবই কষ্টে দিন অতিবাহিত করছে। পরিবারের ভরণপোষণ করতে সরকারের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।

রতন বলেন, এর আগে সরকার থেকে একলাখ টাকা পেয়েছিলাম। ওধুষসহ অন্যান্য পথ্য কিনতেই তা শেষ হয়ে গেছে। এখন ধার দেনায় ডুবে আছি।

সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

ডাকসু : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

তিন হলের ভোট গণনা শেষ

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১০

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

১১

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

১২

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না : ভিপি প্রার্থী ইমি

১৩

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

১৪

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

১৫

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

১৬

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

১৭

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

২০
X