শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাজপথে থাকব : শামীম সাঈদী

পিরোজপুরের নেছারাবাদে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা
পিরোজপুরের নেছারাবাদে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন শামীম সাঈদী। ছবি : কালবেলা

পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আপনারা যদি মনে করেন বিএনপি ও জামায়েতে ইসলামীর এদেশে অস্তিত্ব নেই তাহলে আপনারা ভুল করবেন। আওয়ামী লীগ ভারতের দালাল দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তাই তাকে ভারতেই আশ্রয় নিতে হয়েছে। তারা যেন পুনরায় এদেশে আসতে না পারে সেজন্য আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে পিরোজপুরের নেছারাবাদে তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতাদর্শের কোনো নেতাকর্মীদের নামে কোনো ধরনের দুর্নীতি নেই। কাউকে অন্যায়ভাবে হয়রানি করে হামলা ও মামলা বাণিজ্য করেছে এ ধরনের কোনো প্রমাণ দেখাতে পারবেন না। জামায়াতে ইসলাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

শামীম সাঈদী বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কত অপপ্রচার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার এই মাটিতেই করবে।

তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের আপামর জনগণ ইসলামে বিশ্বাসী। যেখানে নেছারাবাদে সর্বোচ্চ ভোটব্যাঙ্ক নামে পরিচিত। আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করব।

নেছারাবাদ উপজেলা আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের মো. অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি ও ঢাকা আদাবর থানার আমির আল আমিন সবুজসহ নেছারাবাদ ফোরামের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

১০

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

১১

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

১২

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস

১৩

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

১৪

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই

১৫

তপশিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : জামায়াত

১৬

ঘোষিত তপশিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন 

১৭

তপশিলকে স্বাগত বাংলাদেশ খেলাফত মজলিসের

১৮

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

১৯

শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

২০
X