কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হাতের কাটা আঙুলে বসল আশরাফুলের পায়ের আঙুল

অস্ত্রোপচার করে আশরাফুল আলমের হাতের কাটা আঙুলে পায়ের আঙুল বসানো হয়। ছবি : কালবেলা
অস্ত্রোপচার করে আশরাফুল আলমের হাতের কাটা আঙুলে পায়ের আঙুল বসানো হয়। ছবি : কালবেলা

গাজীপুরের আশরাফুল আলম একসময় সৌদি আরবে গাড়ি চালাতেন। ২০২৪ সালে সেখানে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। সে সময় সড়কেই হারিয়ে ফেলেন তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল। এরপর গাড়ি চালাতে অক্ষম হয়ে ফেরেন নিজ বাড়ি কাপাসিয়ায়।

আঙুল হারানো হাত নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন। কিন্তু কেউ তাকে আশা দিতে পারেনি। সবশেষ কুমিল্লায় এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আশার আলো দেখতে পান। সেখানে একটি বেসরকারি হাসপাতালে একদল চিকিৎসক তার অস্ত্রোপচার করেছেন। তার হাতের আঙুলের জায়গায় পায়ের আঙুল এনে প্রতিস্থাপন করা হয়েছে।

গত সপ্তাহে কুমিল্লার পিপলস হাসপাতালে এ অস্ত্রোপচার হয়েছে। এতে অংশ নেন কামরুল ইসলাম মামুনের নেতৃত্বে তিন চিকিৎসকের একটি দল।

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অঙ্গ প্রতিস্থাপন ব্যয়বহুল চিকিৎসা। সেটি ঝুঁকিপূর্ণ হওয়াতে দেশে অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা তেমন নেই। তবে থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা গিয়ে অঙ্গ প্রতিস্থাপন করছেন। জেলা শহরে অঙ্গ প্রতিস্থাপনের মতো ঘটনা দেখা যায় না।

চিকিৎসক কামরুল ইসলাম মামুন বলেন, কুমিল্লায় অঙ্গ প্রতিস্থাপনের এ ঘটনাই প্রথম। এর আগে আমরা কুমিল্লায় শরীরের এক স্থান থেকে আঙুল এনে অন্য স্থানে প্রতিস্থাপনের ঘটনা শুনিনি। তবে এর মাঝে আরেকটি ভিন্ন বিষয় আছে। গত সপ্তাহে কুমিল্লার আরেকটি বেসরকারি হাসপাতালে কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতকে জোড়া লাগিয়ে সফল হওয়ার ঘটনা আছে। সেটিও আমাদের হাত ধরে। এবার আমরা সফলভাবে অঙ্গ প্রতিস্থাপন করতে পেরেছি। নিশ্চয়ই এটি স্বাস্থ্যসেবায় এক আশার আলো।

চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি বড় অস্ত্রোপচার। প্রায় সাত ঘণ্টার টানা অস্ত্রোপচারের পর আমরা সফল হয়েছিলাম। রোগীকে আমরা আগেই বলে নিয়েছিলাম, সফলতার নিশ্চয়তা ৫০ শতাংশ। এতে তারা রাজি হয়।

গত সপ্তাহে তার অস্ত্রোপচার হয়েছে। তার বাম পায়ের দ্বিতীয় আঙুল এনে হাতের বৃদ্ধাঙ্গুলের স্থানে জোড়া লাগানো হয়েছে। এরই মধ্যে নার্ভগুলো সচল হয়েছে। তার হাতের আঙুলের রঙও খুব ভালো দেখাচ্ছে। ধীরে ধীরে সেটি শরীরের সঙ্গে মিশে যাবে। তবে তার জন্য কয়েক সপ্তাহ সময় লাগবে।

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক কাউছার হামিদ বলেন, কুমিল্লায় এমন নজির আগে দেখা যায়নি। তবে গত সপ্তাহে বিচ্ছিন্ন হওয়া একটি হাত জোড়া লাগিয়ে আলোচনার জন্ম দেয় ডাক্তার কামরুলের নেতৃত্বে একটি দল। এবার তারা পায়ের আঙুলকে হাতে জোড়া লাগিয়েছে এবং সেটিতে সফল হয়েছেন। এটি কুমিল্লাসহ সারা দেশের চিকিৎসাসেবায় অনন্য উদাহরণ।

রোগী আশরাফুল আলম বলেন, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। এমনকি সৌদি আরবে বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি প্রচুর অর্থ লাগে। কিন্তু কুমিল্লায় আমার এই আঙুল জোড়া লাগাতে পারব ভাবিওনি।

তিনি বলেন, আমার একমাত্র উপার্জনের পথ হলো গাড়ি চালানো। কিন্তু হাতের আঙুল না থাকায় আমি তাও করতে পারছিলাম না। শেষ পর্যন্ত দেশেই চলে আসলাম। সুস্থ হলে আবার গাড়ি চালাতে পারব। কারণ আমি এখন নতুন করে অনুভব করতে পারি আমার বৃদ্ধাঙ্গুল আছে।

জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমদ কালবেলাকে বলেন, আমি এমন অস্ত্রোপচারের কথা কুমিল্লাতে পূর্বে শুনিনি। তবে বিচ্ছিন্ন হওয়া অংশ জোড়া লাগানোর কথা শুনেছি। জেলা শহরে এত জটিল অস্ত্রোপচার চিকিৎসাসেবায় নতুন মাইলফলক হতে পারে। বিদেশের চেয়ে কম পয়সায় মানুষ চিকিৎসা পাবে। সাধারণ মানুষ উপকৃত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ

গ্রামীণ ব্যাংকের ফটকে ৩টি ককটেল, দুই নারীকে ‘সন্দেহ’

আরও ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে ডিএনসিসির নির্দেশ

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করে বিএনপি নেতার ভিডিও বার্তা

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

১০

মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা

১১

সীতাকুণ্ডে মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

১২

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

১৩

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৪

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

১৫

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

১৭

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

১৮

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেতা

২০
X