ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মহসিন (৫৫), মো. ইদ্রিস আলী (৬০) ও শেখ এবাদুল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে এএসআই শিমুল শাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার হাড়ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. মহসিন, মো. ইদ্রিস আলী ও শেখ এবাদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাদের থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদকবিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন