নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসী বাঁচলেও লাশ হলেন একই পরিবারের ৭ জন

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওমান প্রবাসীর স্ত্রী কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। অন্যদিকে আহতদের মধ্যে রয়েছেন ওমান প্রবাসী বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত বাহার উদ্দিনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাড়িতে। পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মাইক্রোবাসে থাকা ১১ জনের মধ্যে চারজন পুরুষ (প্রবাসীসহ) কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও, পানির গভীরতা বেশি থাকায় আটকা পড়ে যান নারী ও শিশুরা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া কালবেলাকে বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। দুর্ঘটনার শিকার মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করতে পারবেন আবেদন

১১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

নারীসহ আ.লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আ.লীগ নেতা ধরা

এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

রাবিতে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বরখাস্ত দাবি

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

আইভী আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

১০

সাদপন্থি ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

১১

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান

১২

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

১৩

রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

১৪

বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত

১৫

মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১৬

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

১৭

পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১৮

মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার

১৯

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

২০
X