রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় হিন্দু ধর্মালম্বী সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
প্রথম পর্বে উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি ঢাকা-রংপুর চারলেন মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কালিবাড়ি মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আনোয়ার শাদাত লেমন, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম টুটুল, দুর্গাপুর ইউপি সাইদুর রহমান তালুকদার ও বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ধীমান চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে রাশেক রহমান বলেন, শ্রীকৃষ্ণের জন্মদিন যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। আজকের এই মর্যাদাপূর্ণ দিনে সবাইকে এক হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিঠাপুকুর উপজেলার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ইমাদপুর ইউনিয়ন শাখার সভাপতি অনীল কুমার গাঙ্গুলি।
মন্তব্য করুন