বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন চিকিৎসকরা

চিকিৎসক, শিক্ষার্থী এবং স্টাফদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
চিকিৎসক, শিক্ষার্থী এবং স্টাফদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্র ও হাসপাতালের চিকিৎসক এবং স্টাফদের ওপর হামলাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এ সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে একযোগে কর্মবিরতি যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। অন্যদিকে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসামিদের গ্রেপ্তার ও কর্মবিরতির ঘোষণা দেন।

শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, শুরুতে স্বাস্থ্য সংস্কার আন্দোলনকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু বর্তমানে এ আন্দোলনের নামে তারা আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ এমনকি আমাদের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করছে। রাস্তায় শিক্ষার্থীরা বেড় হলে তাদের গালাগাল ও ধাওয়া করে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতা আছি। উসকানিদাতাদের গ্রেপ্তারসহ যথাযথ আইনিব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৮টা থেকে আমরা সকল মেডিকেল কলেজ শিক্ষার্থী ক্লাস বর্জন করছি। যতদিন পর্যন্ত উস্কানিদাতাদের গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন করব।

বেলা ১২টায় সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা গত ১৪ আগস্ট কর্মবিরতিতে গিয়েছিলাম। কিন্তু হাসপাতাল পরিচালকের অনুরোধ ও রোগীর দুর্ভোগের কথা বিবেচনায় কর্মবিরতি প্রত্যাহার করি। এ সময় পরিচালককে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু ১৭ আগস্ট আবার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী আমাদের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায়ের ওপর অতর্কিত হামলা করে। এ ছাড়া হাসপাতালের স্টাফদের উপরও হামলা করে। হাসপাতাল ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় উসকানিদাতা এবং হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। এমন পরিস্থিতিতে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আমরা রোববার বিকেল ৩টা থেকে কর্মবিরতি যাই। এরপরও রোগীদের কথা চিন্তা করে ফের কর্মস্থলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা জরুরি সেবা চালিয়ে যাচ্ছি। কিন্তু হামলাকারীরা আমাদের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে।

নাজমুল হুদা বলেন, এ অবস্থাতে আমরা ন্যক্কারজনক ঘটনায় জড়িত এবং উস্কানিদাতাদের মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল দুপুর ১২টা থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে।

পৃথক সংবাদ সম্মেলনে মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, গত ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী হাসপাতালের প্রবেশ পথে অবস্থান নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হুমকি দেয়। ওই দিন আমাদের মেডিসিন ইউনিট-২ এর মেডিকেল অফিসার ডা. দিলিপ রায়কে মারধর করে। চিকিৎসকের উপর এমন নির্যাতন ও হাসপাতালের সামনে তারা অবস্থান নেওয়ায় রোগীরা যেমনিভাবে নিরাপত্তাহীনতায় ভুগেন, তেমনি আমাদের চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় আছেন। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।

তিনি আরও বলেন, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। তবে শুধু মাত্র রোগীদের কথা বিবেচনা করে আগামী ৪৮ ঘণ্টা আমরা হাসপাতালের সকল সেবা চালু রাখব। কিন্তু এই সময় এর মধ্যে যদি কোন চিকিৎসক ,কর্মকর্তা ,কর্মচারীর উপরে হামলা হয় অথবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ওই সময় থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাব।

এদিকে বেলা সাড়ে ১২ টায় হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা ও স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে চিকিৎসক এবং স্টাফদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ বলেন, স্বাস্থ্য সংস্কারের দাবি যৌক্তিক। কিন্তু ওরা স্বাস্থ্য সংস্কারের নামে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারীদের প্রতিপক্ষ মনে করে প্রতিদিনই হামলা চালাচ্ছে। আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় আমরা আবারও শান্তিপূর্ণ মানববন্ধন করব। এরপরও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আমরা এক যোগে জরুরি সেবাসহ সকল সেবার ক্ষেত্রে কর্মবিরতিতে যাব।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, এ বিষয়ে ছাত্র, চিকিৎসক, নার্স ও স্টাফরা আমার সঙ্গে কথা বলেছে। তাদের আমি শান্ত থাকার পরামর্শ দিয়েছি। পাশাপাশি রোগীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তাদের অনুরোধ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী’

পিতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা, মানতে হবে ৩ শর্ত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম বদলে যাচ্ছে

বাম ছাত্রজোটের আংশিক প্যানেল ঘোষণা, ভিপি ইমি-জিএস মেঘমল্লার

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল

শুটিংয়ে খাবার খেয়ে অসুস্থ ১০০ সদস্য, হাসপাতালে ভর্তি

ট্রাম্পের আক্রমণের ভয়ে এবার দলবেঁধে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি!

গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনায় জামায়াতে ইসলামীর নিন্দা

শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

মোদিকে ফোন করলেন পুতিন

১০

‘হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে’

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি গঠন

১২

রণবীরের সঙ্গে মিল পান ভক্তরা : জয় চৌধুরী

১৩

যে কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিজস্ব টয়লেট নিয়ে যান পুতিন

১৪

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ৮২.৫ শতাংশ বিষণ্নতায় ভুগছেন

১৫

জ্যামে পড়লেই উড়াল দেবে এ গাড়ি

১৬

মহানগর এক্সপ্রেসের দুটি বগির মাঝখান থেকে সংযোগ বিচ্ছিন্ন

১৭

স্লিম ফিগারের বাইরে সৌন্দর্যও আছে : দুরেফিশান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর রহস্যজনক মৃত্যু

১৯

দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব রেহানা পারভীন

২০
X