ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি শফিকুল কাদিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, ফকির এ মতিন, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংবাদিক রফিকুল ইসলাম খান (নয়া দিগন্ত), আতাউর রহমান মিন্টু (ইত্তেফাক), তফাজ্জল হোসেন (কালবেলা), আফাজ উদ্দিন (গণমুক্তি), নজরুল ইসলাম (কালেরকণ্ঠ), রোকন উদ্দিন সবুর (সময়ের আলো), মাজহারুল আলম মিথুনসহ (রূপান্তর) প্রেসক্লাবের সদস্যগণ ও উপজেলার কর্মরত সাংবাদিকরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।
মন্তব্য করুন