ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে মজিবুর রহমান মঞ্জু লিখেন, ‘অনেকেই জানতে চান আমি নির্বাচন করব কি না? তাদের জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করব।’

তিনি আরও লিখেন, ‘আমাদের দল নতুন ও বিকাশমান। এখনো সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয় এবং অর্থনৈতিক ভিত্তি পুরোপুরি তৈরি হয়নি। তাই কিছু মানুষ বলবেন, জামানত হারাবেন, আবার কেউ কেউ মনে করতে পারেন, মেম্বারও হতে পারছেন কি না দেখুন। কিন্তু কিছু লোক বলবে, সাফল্য রাতারাতি আসে না। নতুন কোনো উদ্যোগ শুরু করতে শূন্য থেকেই শুরু করতে হয়।’

‘সমালোচনা এবং উৎসাহ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দুটোর সমন্বয় এবং ভারসাম‍্য নিয়ে ধীরে ধীরে অগ্রসর হলে আজকে যে ক্ষুদ্র কালকে সে বৃহৎ পরিসরে ডানা মেলতে পারবে।’

এবি পার্টির চেয়ারম্যান লিখেন, ‘আমরা যখন নতুন রাজনৈতিক উদ‍্যোগ গ্রহণ করি তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছিল। খুব অল্প সংখ্যক মানুষ কাঁধে হাত রেখে বলেছিল, ‘পৃথিবীতে বেশিরভাগ উদ‍্যোগই অল্প দিয়ে শুরু হয়েছে, সো ডোন্ট বি আপসেট, গো এহেড। সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে।’

ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটার দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল‍্যাণ ও দীর্ঘমেয়াদি চ‍্যালেঞ্জ। দ্বিতীয়টাকে বলা যায়, ‘কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।’

সবশেষে মজিবুর রহমান মঞ্জু উল্লেখ করেছেন, ‘এসব নিয়ে আমার বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চাই। তবে আজ পবিত্র জুমার দিনে শুধু এতটুকুই জানিয়ে রাখলাম; যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, মজিবুর রহমান মঞ্জু ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের বাসিন্দা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিজ জেলা ফেনীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনীতে তিনি যদি প্রার্থী হন তবে অনেক হিসাবনিকাশ পাল্টে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

১০

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রীর কারাদণ্ড

১১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

১২

সারা দেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

১৩

‘রুমিন ফারহানাসহ সব নারীর প্রতি স্লাট-শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান’

১৪

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

১৫

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

১৬

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

১৭

রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

১৮

বিশ্লেষণ / চীন-ভারতের বাঁধ যুদ্ধ : ব্রহ্মপুত্রের ভাগ্য নিয়ে শঙ্কায় বাংলাদেশ

১৯

নাফ নদ থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X