সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

এরশাদ-জিয়ার মতো বন্দুক ঠেকিয়ে ক্ষমতায় আসেননি শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধনকালে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা
সুনামগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধনকালে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা

শেখ হাসিনার সরকার জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এরশাদ-জিয়াউর রহমানের মতো কারও মাথায় বন্দুক ঠেকিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মন্নান।

তিনি বলেন, একটি পক্ষ দেশ পরিচালনায় আসতে চায়। বিদেশে বিদেশে ঘুরে ঘুরে তারা বিভিন্ন দেশের সরকারের কাছে বিচার প্রার্থী হচ্ছে। লন্ডন-আমেরিকায় ঘুরে কোনো লাভ হবে না। বিদেশে বসে থাকা কাউকে এদেশের জনগণ ক্ষমতায় বসাবে না। স্থানীয় পর্যায়ে জনগণের কাছে আসতে হবে, ভোটারদের কাছে আসতে হবে। ভোটার হচ্ছে সরকারের শক্তি। সাধারণ মানুষের উপকার করুন। আমাদের মতো, আমাদের সরকারের মতো মানুষকে ঘর দেন, টিউবওয়েল দেন, সড়ক নির্মাণ করেন, স্কুলগুলোতে ভবন দেন তাহলেই ভোটাররা আপনাদের ক্ষমতায় বসাবে। ভোটারদের ভোটে যে কেউ ক্ষমতায় আসুক আমাদের আপত্তি নেই।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় স্কুলের নতুন ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কে নির্বাচনে আসল, কে আসল না তা আমরা দেখব না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সংবিধানে বলা আছে- ৫ বছর পর পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। জাতীয় নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে সংসদে আইন পাস হয়েছে। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।

গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুৎ আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, কেউ কেউ বলেন বিদ্যুৎ থাকে না। এটা সাময়িক সময়ের জন্য। বড় একটি বিদ্যুৎকেন্দ্রে অসুবিধার কারণে এই সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের কথা আপনারা মাথায় রাখবেন। সামনে নির্বাচন। চোখ বন্ধ করে ভেবে দেখবেন কে বেশি উন্নয়ন করেছেন। যদি আওয়ামী লীগ উন্নয়ন করে থাকে তাহলে অবশ্যই নৌকায় ভোট দিবেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশে সুশিক্ষিত মানুষের খুবই দরকার। তোমাদের পড়তে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা মানে সত্য, শিক্ষা মানে পরিশ্রম, শিক্ষা মানে সাধারণ মানুষের জন্য কাজ করা। সবাইকে সম্মান করতে হবে। সব ধর্মের মানুষকে সম্মান দিতে হবে। ব্যবসায়ী, কৃষক-মজুরকে সম্মান করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, সহকারি পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুর রব সরকার প্রমুখ।

এদিন পরিকল্পনামন্ত্রী পাথারিয়া বাজারের সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন উদ্বোধন ছাড়াও গণিনগর ষোলোগ্রাম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বুদ্ধকরণ সভা এবং নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ’ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১১

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১২

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৩

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১৫

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১৭

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

১৮

কটাক্ষের শিকার আলিয়া

১৯

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

২০
X