সামনে ঈদুল আজহা। এর আগেই ‘সম্রাট’ নামে এক গরু নিয়ে হইচই পড়েছে সাতক্ষীরায়। বিশাল আকৃতির এ পশু এবার সাতক্ষীরার কোবরানির হাটে মাঠ কাঁপাবে। যার উচ্চতা ৮ ফুট, দৈর্ঘ্য ১০ ফুটের বেশি, ওজন প্রায় ৩৫ মণের উপরে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিম দীর্ঘ ৪ বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন পালন করে বড় করেছেন। তিনি আদর করে ষাড়টি’র নাম দিয়েছেন সম্রাট। সুঠাম দেহের অধিকারি সুউচ্চ এই ষাঁড়টিকে কোরবানির হাটে তোলার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছেন মালিক।
ষাঁড়টির মালিক আব্দুল আলিম জানান, ৬০ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গরু কেনা হয় ৪ বছর আগে। ৪ বছর ধরে ষাঁড়টিকে প্রতিদিন ৪ কেজি খুদের ভাত ঘাস, খৈল, কুড়া, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাওয়ায়ে স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করেন। কিন্তু আদরের পশু সম্রাটকে লালন-পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। সম্রাটকে বড় করতে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আব্দুল আলিম। হত দরিদ্র কৃষক আব্দুল আলিম জানিয়েছেন ষাঁড়টির নির্ধারিত মূল্য যা তা পাওয়া যাবে না।
তার বাড়িতে দেখতে আসা দর্শনার্থীরা জানান, পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের প্রান্তিক খামারি আব্দুল আলিমের কোরবানির পশু সম্রাট। হাতির মতো আকৃতি ৩৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাকানো হয়েছে ১৫ লাখ টাকা।
মন্তব্য করুন