জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করেছে জয়পুরহাট র্যাব। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের এনামুল আকন্দের পুত্র তারেক আকন্দ।
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের একটি দল, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার গ্রাম রতনপুর থেকে তারেক আকন্দকে গ্রেপ্তার করে। ২০১২ সালের ১৩ এপ্রিল জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সদর উপজেলার পুরানাপৈল গ্রাম থেকে ফেনসিডিলসহ তারেককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করে।
এ মামলার বিচার প্রক্রিয়া শেষে গত ২২ আগস্ট জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন আসামি তারেক আকন্দের অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে সাজাপরোয়ানা জারি করেন আদালত।
মন্তব্য করুন