দেশের সব কারাবন্দি ওলামা-মাশায়েকদের মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সম্মিলিত যুব ওলামা মাশায়েকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আফজাল হোসেন রাহমানী, মাওলানা আসআদুর রহমান আকন্দ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি খোবায়ের কাসেমী, মাওলানা সাইফুল সাদী, মাওলানা নুরুল্লাহ ভুইয়া, মাওলানা মোতালিব ফয়েজী, মাওলানা বজলুর রহমান রাশেদী, মাওলানা নুরুল আলম মঞ্জরী, মাওলানা হামিম হাসান জিহাদী, মাওলানা মাসুম বিল্লাহ, ওমর ফারুক ওফা, মাওলানা শামিম আহমাদ, মাওলানা শেখ ইউসুফ জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা মাওলানা মামুনুল হকসহ দেশের সব কারাবন্দিদের মুক্তির দাবি করে বলেন, দেশের নির্দোষ আলেমদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাই আগামী নির্বাচনের পূর্বে দেশের সব বন্দি আলেমদের মুক্তি দিতে হবে। অন্যথায় দেশে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মন্তব্য করুন