মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী আজই আদালতে তোলা হবে।
মন্তব্য করুন