মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত

মোহরপাড়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী। ছবি : কালবেলা
মোহরপাড়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুর উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। সোমবার (০১ সেপ্টেম্বর) স্কুল চলাকালে নবম শ্রেণিতে ও মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সপ্তম শ্রেণিতে এ ঘটনা ঘটে।

সোমবার শিক্ষক মিজানুর রহমান (২৮) ক্লাস নেওয়ার সময় পলেস্তারা খসে আহত হন। পরে সহকারী শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন তিনি। এ ছাড়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিদুলকেও (১৪) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৫ সালে নরসিংদী জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। প্রায় এক বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে খসে পড়ছে, বেরিয়ে আসছে মরচে ধরা লোহার রড। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি মাথায় নিয়ে চালিয়ে যাচ্ছেন পাঠদান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন মো. মোস্তফা বলেন, সোমবার সাড়ে ১২টার দিকে নবম শ্রেণিতে গণিত ক্লাস নিচ্ছিলেন মিজানুর রহমান। এ সময় শিক্ষকের ওপর ছাদের পলেস্তার খসে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে। এ ছাড়া স্কুল চলাকালে সপ্তম শ্রেণির শিক্ষার্থীও পলেস্তার খসে পড়ে আহত হয়েছে।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য মারুফ জানান, ভবনটি নাজুক। বর্তমানে এ বিদ্যালয়ে ৬০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন। অভিভাবকরাও আতঙ্কে আছেন। এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া জাহাঙ্গীর কবির বলেন, অতিরিক্ত ক্লাসরুমের অভাবে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ রুমে পাঠদান চলাতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্ক ও ঝুঁকির মধ্যে ক্লাস করছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং ঝুঁকিপূর্ণ ক্লাসরুমে ছেলেমেয়েদের পাঠাতে দ্বিধা বোধ করেন।

শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। এ বিদ্যালয়ের নতুন ভবনের বিষয়ে আমার জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, আপনার মাধ্যমে জানতে পারলাম ছাত্র-শিক্ষক আহত হয়েছেন। নতুন ভবনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

বিএনপি শুধু পরিবর্তনের কথা বলে না, বাস্তবায়নও করে : মিল্লাত

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

সহকর্মীকে আপত্তিকর মন্তব্যের দায়ে নিউরোসার্জনকে অব্যাহতি

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

১০

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

১২

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

১৩

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

১৪

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

১৫

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

১৬

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

১৭

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১৮

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১৯

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

২০
X