আদর শর্মা, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

‘আমি কি পাগল হয়ে যাচ্ছি’ ডায়েরিতে লিখেছিলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা দত্ত। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা দত্ত। ছবি : সংগৃহীত

দুর্গাপূজার জন্য নীল শাড়ি কিনেছিলেন প্রিয়াঙ্কা দত্ত। স্বামী-সন্তান, পার্লারের কাজ নিয়ে বেশ ব্যস্ত ও স্বাভাবিক জীবনযাপনই করছিলেন। কিন্তু সবাইকে বিশাল শূন্যতা দিয়ে হঠাৎ চলে গেলেন একেবারেই!

মৃত্যুর পর তার ডায়েরির কিছু লেখা পড়ে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ডায়েরির একটি পাতায় লেখা ছিল—‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’

শেষ অংশে লিখেছেন, ‘ডিপ্রেশন খুবই খারাপ একটি জিনিস।’

চট্টগ্রামের জিইসি এলাকার ‘নাদিয়াস মেকওভার’ পার্লারের বাথরুম থেকে বুধবার রাতে উদ্ধার হয় ৩৫ বছরের প্রিয়াঙ্কার লাশ। তিনি পার্লারের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। বাঁশখালীর সঞ্জিত দত্তের স্ত্রী প্রিয়াঙ্কা নগরের আগ্রাবাদ এলাকায় থাকতেন। বৃহস্পতিবার রাউজানে বাবার বাড়িতে নেওয়া হয় তাকে। সেখানেই সৎকার হয়েছে। এ সময় স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ।

ডায়েরির পাতায় সন্তানের উদ্দেশে লেখা ছিল— ‘সজীব, তুমি আমার যোগ্য সন্তান হবে। মানুষ হবে, রোবট নয়। আমি তোর যোগ্য মা হতে পারলাম না। শুধু একটু সময়, ভালোবাসা।’

কান্নাজড়িত কণ্ঠে স্কুলপড়ুয়া ছেলে সজীব দত্ত বলে, ‘মা দুর্গাপূজার শপিং করতে বেরিয়েছিল। রাতে ঠিকঠাকই বাড়ি ফিরেছিল। সকালে আমি স্কুলে চলে যাই। তারপর আর কথা হয়নি…, মা কেন আমাকে কিছু বলেনি?’

স্বামী সঞ্জিত দত্ত বলেন, ‘বিগত দুদিন সে অস্বাভাবিক ছিল। মারা যাওয়ার আগের দিন সকালে আমি জাহাজ থেকে নামি। যেদিন নামি, ছেলের জন্মদিন ছিল। সে সকালে টিফিন নিয়ে অফিসে যায়। রাতে আমি ফিরে দেখি সে শপিং করেছিল, ভাত খায়নি। শেষ কল, হোয়াটসঅ্যাপে ৩.১২ মিনিটে বলেছিল খেয়েছে। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।’

তিনি আরও বলেন, ‘সংসারে কোনো অশান্তি ছিল না। আমি বুঝতে পারছি না, কেউ দায়ী কি না। আমার একমাত্র ছেলে আর আমি এখন নিস্তব্ধ হয়ে আছি। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক।’

নাদিয়াস মেকওভারের স্বত্বাধিকারী নাদিয়া আফিরোজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গতকাল কালবেলাকে বলেন, ‘চট্টগ্রাম ব্রাঞ্চে যাচ্ছি এখন। এই মুহূর্তে কিছু বলতে পারছি না।’

পাঁচলাইশ থানা পুলিশ জানায়, পার্লারের বাথরুমের দরজা ভাঙা অবস্থায় পাওয়া যায়। শাওয়ারের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল প্রিয়াঙ্কার দেহ। উদ্ধার হওয়া ডায়েরি দেখে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘প্রিয়াঙ্কা মৃত্যুকালীন নোট লিখে গেছেন। এটি ডিপ্রেশনের কারণে ঘটেছে বলে প্রাথমিক ধারণা। এ ঘটনায় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে জামায়াতের বিবৃতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ইতালির অধিনায়ক

খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুন / কিলিং মিশনে অংশ নেওয়া এজাজ র‌্যাবের হাতে ধরা

তাইওয়ানে ভূমিকম্প, জনমনে আতঙ্ক

৭ বলেই দুই উইকেট রিশাদের, তবু হাসেনি ভাগ্য

নির্বাচন সফল হওয়ার মূল ভিত্তি জনগণ : স্বরাষ্ট্র উপদেষ্টা 

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, কোন বিষয়ে কত

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

নোটিশে র‍্যালির ঘোষণা, বাস্তবে শুধু ফটোসেশন

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

১০

বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়জয়কার / কম্বোডিয়ায় গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ স্বর্ণ পদক জয়

১১

যমুনা অয়েলের নতুন এমডি আমীর মাসুদ

১২

শীতে হার্টের রোগীদের জন্য ৫ জরুরি সতর্কতা

১৩

ঘুমন্ত পুলিশের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি, ক্যাপশনে ‘ঘুম ভালোবাসিরে’

১৪

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা

১৫

তারেক রহমানের অভ্যর্থনার স্থান নিয়ে বৈঠক, যে তথ্য জানালেন সালাহউদ্দিন

১৬

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

১৭

এআই সঙ্গীকে বিয়ে করলেন জাপানি তরুণী

১৮

শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের

১৯

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি

২০
X