

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন সফল হওয়ার মূল ভিত্তি হলো জনগণ। জনগণের পরেই রয়েছে রাজনৈতিক দলগুলো, এরপর নির্বাচন কমিশন, প্রশাসন এবং সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী। জনগণ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাবে, তখন আর কেউ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের সঙ্গে শত্রুতা নয়, বরং সহাবস্থানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়, তাহলে সেটি দেশের জন্য কল্যাণকর হবে।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা যদি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করেন, তাহলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে। আল্লাহর রহমতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের কাছে ওসমান হাদির জন্য দোয়া কামনা করে তিনি বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ওসমান হাদি জুলাই ফ্রন্ট সাইটের একজন যোদ্ধা এবং একজন দক্ষ বক্তা হিসেবেও পরিচিত। ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় মূল আসামি এখনো গ্রেপ্তার না হলেও ঘটনার সঙ্গে জড়িত সহযোগী ও ব্যবহৃত অস্ত্রসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সীগঞ্জের আলু প্রসঙ্গে তিনি আরও বলেন, শুধু মুন্সীগঞ্জ নয়, সারা দেশেই আলুচাষিরা লোকসানের মুখে পড়েছেন। এ কারণে সরকার কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোল্ড স্টোরেজগুলো নভেম্বর মাসে বন্ধ করার যে পরিকল্পনা ছিল, তা পরিবর্তন করে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বীকার করে বলেন, চলতি মৌসুমে আলুচাষে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে ধানের ফলন কিছুটা ভালো হয়েছে, যা কৃষকদের জন্য স্বস্তির বিষয়।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদীখান উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাড়ি, উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন