চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অলিতে গলিতে ব্যানার-ফেস্টুন নগরীর সৌন্দর্যহানি, রাজস্ব ক্ষতি

চট্টগ্রামে নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত। ছবি : কালবেলা
চট্টগ্রামে নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র ডা. শাহাদাত। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরীর প্রায় প্রতিটি মোড়, অলিগলি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে চোখে পড়ে কোচিং সেন্টারের ব্যানার, পোস্টার আর ফেস্টুন। এ যেন নগরীর সৌন্দর্যকে গ্রাস করা এক নীরব দূষণ। অথচ এ কোচিং সেন্টারগুলো এখন একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক খাত, শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আয় করছে তারা। তবু তাদের বেশির ভাগই সিটি করপোরেশনের নিয়ম-কানুন মানছে না, দিচ্ছে না রাজস্ব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব বলছে, নগরীতে প্রায় ৪০০ কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে নিয়মিত ট্রেড লাইসেন্স নিয়েছে মাত্র ১২০টি। বাকি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনি পথে চলছে। শুধু তাই নয়, শত শত প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই বিজ্ঞাপন করছে। অনুমোদিত বিজ্ঞাপন প্রচার করছে মাত্র ২০ ভাগ প্রতিষ্ঠান।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যানার বা সাইনবোর্ডের জন্য এক থেকে দুই হাজার টাকা করই যথেষ্ট। অথচ কোচিং সেন্টারগুলোর বড় অংশ সেই কর দিচ্ছে না। ফলে একদিকে বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

তাদের ভাষ্য, কিছু প্রতিষ্ঠান একবার লাইসেন্স করলেও পরে নবায়ন করে না। আবার অনেকগুলো অনুমতি ছাড়াই ব্যানার লাগাচ্ছে। এগুলো সরাচ্ছেও না। এতে করপোরেশনের আয় কমছে, আর নগরীর পরিবেশও দূষিত হচ্ছে।

এ অবস্থায় নগরীর সৌন্দর্য রক্ষা ও রাজস্ব আয় নিশ্চিত করতে কোচিং সেন্টারগুলোকে নীতিমালার আওতায় আনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরভবনে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হলে সবাইকে নিয়ম-কানুন মানতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া কোচিং সেন্টারগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাই তাদের জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।’

তিনি জানান, চকবাজার জোনকে একটি ক্লিন, গ্রিন ও হেলদি জোনে রূপান্তর করা হবে। এজন্য যত্রতত্র পোস্টার-ব্যানার বন্ধ করতে হবে। এর বিকল্প হিসেবে নিয়ম মেনে ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হবে।

মেয়র ডা. শাহাদাত বলেন, ‘সিটি করপোরেশন একা কিছু করতে পারবে না। নাগরিকদের সহযোগিতা ছাড়া নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।’

তিনি সবাইকে আহ্বান জানান, দ্রুত ট্রেড লাইসেন্স নেওয়ার ও নবায়নের জন্য। একই সঙ্গে পরিবেশবান্ধব বিজ্ঞাপন প্রচারে ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবদুর রউফ সোহেলসহ নগরের বিভিন্ন কোচিং সেন্টারের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুতে বিজয়ীদের শুভেচ্ছা হাসনাতের, জানালেন নিজের প্রত্যাশা

রাত পোহালেই ৩৩ বছর পর জাকসু নির্বাচন

ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

জাকসু নির্বাচনে জিতুর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ

কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯

পান্থকুঞ্জ-হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা

ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ক্ষমতাচ্যুত কেপি শর্মা

সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

হাবিপ্রবিতে জুলাই আন্দোলনে হামলাকারী ৭৯ জনের নাম প্রকাশ

১০

মৌসুমি বায়ু সক্রিয়, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

১১

অলিতে গলিতে ব্যানার-ফেস্টুন নগরীর সৌন্দর্যহানি, রাজস্ব ক্ষতি

১২

কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো

১৩

অনিয়মিত অভিবাসীদের হুঁশিয়ারি যুক্তরাজ্যের

১৪

২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উপাচার্য হলেন ড. মোহাম্মদ তৌফিক আলম

১৬

ইটের গুঁড়া দিয়ে কীটনাশক-সার তৈরি করত তারা

১৭

অনিয়মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় নয় : ডিসি সারওয়ার

১৮

কূটনীতিকদের সম্মানে নৈশভোজ মঈন খানের

১৯

মিছিল শুরু করেই পালিয়ে গেল নিষিদ্ধ ছাত্রলীগ

২০
X