রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আরিফিন তুষার রয়ে যাবেন স্মৃতির পাতায়

সাংবাদিক তুষারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন উপস্থিত সবাই। ছবি : কালবেলা
সাংবাদিক তুষারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন উপস্থিত সবাই। ছবি : কালবেলা

আরিফিন তুষার বয়সে তরুণ হলেও বুদ্ধিমত্তা এবং কৌশলে অন্য অনেকের চেয়ে পরিপক্ব ছিলেন। সংবাদকর্মী হিসেবে ছিলেন পরিশ্রমী-আস্থাভাজন। অল্পতেই মুখের হাসি এবং আচার ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন। অসময়ে তিনি চলে গেলেও সাংবাদিক আরিফিন তুষার রয়ে যাবেন স্মৃতির পাতায়।

দৈনিক কালবেলার ব্যুরোপ্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-স্বজনদের স্মৃতিচারণায় উঠে আসা নানা কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশাল প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হলরুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।

সভায় বক্তব্য দেন- তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মেহেরুননেছা বেগম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, প্রেস ক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, কার্যনির্বাহী সদস্য কমল সেনগুপ্ত, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, সদস্য অ্যাডভোকেট শাহ আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা প্রমুখ।

তারা বলেন, কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। আরিফিন তুষারের মৃত্যুটিও আমাদের সেভাবে ব্যথিত করেছে। সেই ব্যথা আরও গভীর হয় যখন তুষারের দেড় বছরের ছোট্ট ছেলের মুখের দিকে তাকাই, যখন তুষারের অল্প বয়সী স্ত্রীর দিকে তাকাই। তুষার আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা যেন ওর ছেলেটিকে ভুলে না যাই, পরিবারটিকে যাতে ভুলে না যাই। যে যার অবস্থান থেকে পাশে থাকবেন। আমরা চাই তুষারের স্ত্রী এবং সন্তানকে হৃদয়ে আঁকড়ে রাখতে। আমরা একটু চেষ্টা করলে ওর পরিবারটা ভালো থাকবে।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়। পরে আরিফিন তুষারের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সর্বশেষ তুষারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল বাইতুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় তুষারের শিশুপুত্র আরহাম, স্ত্রী সানজিদা সাবিহা, ভাই হিমেল এবং রিফাত আবরারসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক গ্রামের বাড়িতে আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনায় পরিবারের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। একই দিন রাত ১০টায় বরিশাল নদীবন্দর এলাকায় ছিন্নমূল মানুষদের নিয়ে দোয়া-মোনাজাতের অনুষ্ঠান আয়োজন করেন তার সহকর্মীরা। এ উপলক্ষে কোরআন খতম করানো হয়। পরে রাতে পাঁচ শতাধিক অসহায়, দুস্থ এবং ছিন্নমূল মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর রোডের নিজ অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হন আরিফিন তুষার। বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

তুষার বরিশাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক ফোরাম বরিশালের নির্বাহী সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের সম্পাদকীয় পরিষদের সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু নির্বাচন : কত ভোট পেলো ছাত্রদলের ভিপি-জিএস?

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ

তেঁতুলিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান কফিল উদ্দিনের

চার দফা দাবিতে সড়কে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

নেইমারের ফিটনেস নিয়ে আনচেলত্তির দাবি নাকচ করল সান্তোস

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা

১০

বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ : নীরব

১১

ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকে

১২

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি ক্লোজড

১৩

নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

১৪

দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা হয়েছে : ফরিদা আখতার

১৫

আনজুমান ট্রাস্ট এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যাত্রা শুরু

১৬

বিএনপি কাজে বিশ্বাসী : ডা. জাহিদ

১৭

চট্টগ্রামের আরও ৩ ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

১৮

এমবাপ্পের ম্যাজিকে দশজন নিয়েও জয়ের হাসি রিয়ালের

১৯

জাকসুর নবনির্বাচিত ভিপি জিতুর প্রতিক্রিয়া

২০
X