বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চোখের জলে সাংবাদিক আরিফিন তুষারকে শেষ বিদায়

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারকে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছবি : কালবেলা
কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারকে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছবি : কালবেলা

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তাকে বিদায় জানাতে আসা সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন এবং শুভাকাঙ্ক্ষিরা কান্নায় ভেঙে পড়েন। তাদের স্বজন হারানোর বিলাপে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে নিজ পত্রিকা অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফিন তুষারের বয়স হয়েছিল ৩৮ বছর। দেড় বছর বয়সী পুত্র সন্তান, স্ত্রী, বাবা, মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন ভূঁইয়া একজন বীর মুক্তিযোদ্ধা। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তুষার ছিলেন সবার বড়।

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আরিফিন তুষারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে আরিফিন তুষারের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বরিশাল প্রেস ক্লাব, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, তার প্রিয় কর্মস্থল কালবেলা পরিবার, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল ফটোসাংবাদিক পরিষদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক সময়ের বার্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পরে সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। এ সময় মরহুম আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল ভূঁইয়া, মেঝ ভাই হিমেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আবদুল মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, বরিশাল প্রেস ক্লাবের সহসভাপতি হুমায়ন কবির, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ সাংবাদিক নেতারা তুষারের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

পরে আরিফিন তুষারকে তার নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরিফিন তুষার বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া বার্তা সম্পাদক ফোরাম, বরিশালের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের নির্বাহী সদস্য। বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদকসহ কার্যকরী সংসদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বছর।

তরুণ এবং মেধাবী সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, বরিশাল বার্তা সম্পাদক ফোরাম, বরিশালের আহ্বায়ক জিয়া শাহীন, সদস্য সচিব খান রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

একই দিনে আবার বাড়ল স্বর্ণের দাম

নিয়োগ দিচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

যে ভালো চুম্বন করতে পারে তাকে আমার পছন্দ : মালাইকা

তবে কী ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?

স্ক্রিনে ভেসে ওঠে মৃতদেহ, প্রিয়জন খোঁজে গাজার মানুষ

নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল : ইসি সচিব

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৫

১০

মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

১১

আল্লাহ কাউকে রোগবালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও: জ্যোতি

১২

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

১৩

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২১১০ কোটি টাকা দুর্নীতি হয়েছে : টিআইবি 

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী, অতঃপর…

১৫

মেহেরপুর-২ আসনে দুপক্ষের সংঘর্ষ

১৬

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

১৭

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস 

১৮

প্রার্থী তালিকায় ইশরাক, যা বললেন নুসরাত

১৯

এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

২০
X