কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির : সেলিমুজ্জামান

সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা। ছবি : কালবেলা
সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেছেন, ‘বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করতে হবে।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর সদর ঈদগাহ প্রাঙ্গণে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।’

তিনি আরও বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

মুকসুদপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের (টেংরাখোলা) সভাপতি মো. রুস্তম মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে আসাদ মিয়ার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এমএ সেলিম, উপজেলার সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুন্নু মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর শরীফ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল মিয়াসহ অনেকে।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি শনিবার বিকেলে মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কাশালিয়া ইউনিয়ন বিএনপির পরিচিতি ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি জানালেন বিএনপি নেতা হেলাল

‘চুপ থাকো, তোমার জন্য এসব হয়েছে’, মতিউরকে তার স্ত্রী

বিএনপি নেতার বাড়ি থেকে ককটেল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মামলা

পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছেন নেতানিয়াহু, উপায় কী?

ভালুকার যে এলাকায় একটু বৃষ্টিতেই ঘরে হাঁটুপানি, দুর্ভোগে বাসিন্দারা

প্রথম দিনে চাকসু নির্বাচনের মনোনয়ন তুললেন ২৮ প্রার্থী

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন সাবেক বাঁহাতি তারকা ওপেনার

মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গোনাহ হবে কি না

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

১০

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

১১

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সহযোগিতার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

১২

আল জাজিরার বিশ্লেষণ / সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু!

১৩

একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

১৪

ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও ৫ দেশ

১৫

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কারা থাকছেন

১৬

আবারও বহিরাগতদের হামলা, নারীসহ বাকৃবির ২ শিক্ষার্থী আহত

১৭

স্পিডবোট উল্টে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার

১৮

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির : সেলিমুজ্জামান

১৯

রাকসুতে সমন্বয়ক, নারী ও সংখ্যালঘু প্রার্থী নিয়ে শিবিরের সম্মিলিত জোট

২০
X