রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচন

৫১ বছর বয়সী মোর্শেদের নেতৃত্বে আংশিক প্যানেল ঘোষণা

সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ৫১ বছর বয়সী মোর্শেদ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ৫১ বছর বয়সী মোর্শেদ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের জোট ‘ইউনাইটেড ফর রাইটস’ আংশিক প্যানেল ঘোষণা করেছে। তবে শীর্ষ তিন পদে (ভিপি, জিএস, এজিএস) কোনো প্রার্থী রাখা হয়নি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী নাবিল বিন জাকির প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাকসুর সবচেয়ে বয়স্ক প্রার্থী ও ভোটার শাহরিয়ার মোর্শেদ খান (৫১)। এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন— সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তালহা হোসেন, সংস্কৃতি সহ-সম্পাদক রেজওয়ান করিম, মহিলা বিষয়ক সহ-সম্পাদক হাসনাহেনা বর্ষা, তথ্য ও গবেষণা সম্পাদক ইফতেখার আলম দ্রুব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. নাবিল বিন জাকির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজয় কৃষ্ণ দাস, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাসেল রানা, পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক আশিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে শাহরিয়ার ফয়সাল ও জাফর আহম্মদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাবিল বিন জাকির। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের স্থান নয়, এটি সমাজ গঠনের পরীক্ষাগার। এখানকার মূল্যবোধ ও নেতৃত্ব গোটা জাতিকে প্রভাবিত করে। তাই রাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের অংশ।’

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে বিভাজন ও লেজুড়বৃত্তিক রাজনীতির যে আশঙ্কা রয়েছে, তা ঠেকাতেই তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অরাজনৈতিক ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

ঘোষণায় বেশ কিছু অঙ্গীকারও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— কেন্দ্রীয় ও হল সংসদের নির্বাচন প্রতিবছর নির্দিষ্ট সময়ে আয়োজন, বিশ্ববিদ্যালয়ে একটি Innovation Hub প্রতিষ্ঠা ও Central Lab আধুনিকায়ন, পূর্ণাঙ্গ TSCC বাস্তবায়ন ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোকে এর আওতায় আনা, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, মানসিক স্বাস্থ্য সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

প্যানেলের মিডিয়া ও প্রচারণা সম্পাদক শাহরিয়ার মোর্শেদ খান বলেন, ‘আমাদের প্যানেল গতানুগতিক ধারার বাইরে। ভিপি, জিএস বা এজিএস পদে কাউকে মনোনয়ন দিইনি। কারণ এই পদগুলোতে উপযুক্ত কাউকে পাইনি। শিক্ষার্থীরা যদি আমাদের নির্বাচিত করে, তবে আমরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরব। ইশতেহারে বিশ্বাস নয়, আমরা কাজে বিশ্বাসী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চুপ থাকো, তোমার জন্য এসব হয়েছে’, মতিউরকে তার স্ত্রী

বিএনপি নেতার বাড়ি থেকে ককটেল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মামলা

বিশ্লেষণ / পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছেন নেতানিয়াহু, উপায় কী?

ভালুকার যে এলাকায় একটু বৃষ্টিতেই ঘরে হাঁটুপানি, দুর্ভোগে বাসিন্দারা

প্রথম দিনে চাকসু নির্বাচনের মনোনয়ন তুললেন ২৮ প্রার্থী

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন সাবেক বাঁহাতি তারকা ওপেনার

মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গোনাহ হবে কি না

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : বাবর

১০

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সহযোগিতার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

১১

আল জাজিরার বিশ্লেষণ / সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু!

১২

একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

১৩

ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও ৫ দেশ

১৪

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কারা থাকছেন

১৫

আবারও বহিরাগতদের হামলা, নারীসহ বাকৃবির ২ শিক্ষার্থী আহত

১৬

স্পিডবোট উল্টে নিখোঁজ সবার মরদেহ উদ্ধার

১৭

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির : সেলিমুজ্জামান

১৮

রাকসুতে সমন্বয়ক, নারী ও সংখ্যালঘু প্রার্থী নিয়ে শিবিরের সম্মিলিত জোট

১৯

দুই ট্রেন লাইনচ্যুত, এক চালক নিহত

২০
X