নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওমান প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় নিখোঁজ হন স্ত্রী পারভীন আক্তার (৩৫)। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভীন আক্তার ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে এবং একই এলাকার ওমান প্রবাসী আবদুর রহিম সোহাগের স্ত্রী। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভীন আক্তারের প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে মানসিক সমস্যা দেয়। পরে প্রবাসী সোহাগের সঙ্গে বিয়ে হলেও অসুস্থতার কারণে বাবার বাড়িতে থাকতেন। সম্প্রতি সোহাগ দ্বিতীয় বিয়ের অনুমতি চাওয়ায় তার মানসিক সমস্যা আরও বেড়ে যায়।
পরিবারের দাবি, শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে পারভীনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরে ভাবি তাহমিনা আক্তার বাড়ির পাশে ডোবায় পারভীন আক্তারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
কোম্পানিগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী কালবেলাকে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই রফিক উদ্দিন লিটন থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন