মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের এলজিইডির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ।
সাদিকুল ইসলাম সোহা মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাসরা এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে।
সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে সোহাকে গ্রেপ্তার করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন