খুলনা ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ৩১ দফার প্রচারণায় বিএনপি নেতার বাধা 

দিঘলিয়ার ম্যাপ। ছবি : সংগৃহীত
দিঘলিয়ার ম্যাপ। ছবি : সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পূর্বনির্ধারিত জনসংযোগে বাধা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা উপজেলার সব খেয়াঘাট বন্ধ করে দেয়। এ ঘটনায় উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব জনসমাবেশ ও রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, দিঘলিয়া উপজেলায় পারভেজ মল্লিক এর জনসংযোগ ও বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারনায় যাওয়ার সময় মাঝিরগাতি খেয়াঘাট, কোলা কামারগাতি খেয়াঘাট, বেলেঘাট, লস্করপুর, মোকামপুর, মল্লিকপুর ও আবালগাতী ফেরিঘাটের নৌকা-ফেরিচালকদের ভয় দেখিয়ে পারাপার বন্ধ করে দেয় মিন্টু মোল্লা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নৌকাচালক কালবেলাকে জানান, মিন্টু মোল্লার লোকজন এসে খেয়াঘাটের সব নৌকা বন্ধ করে দিয়েছে। তারা বলে, ‘তোরা যদি পারভেজ মল্লিকের লোকরে পার করিস তাহলে তোদের খেয়া বন্ধ করে দেওয়া হবে, খেওয়াঘাটে আজীবনের জন্য নৌকা রাখতে দেব না।’

স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের সমর্থক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক খুলনার ৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। আজিজুল বারি হেলালকে খুশি করতে মিন্টু এই ঘটনা ঘটিয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন কালবেলাকে বলেন, আজ বিকালে দিঘলিয়ায় স্থানীয় বিএনপির কর্মীদের একটি প্রোগ্রাম ছিল। এদিন খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক ও এখানে জনসংযোগের জন্য আসছিলেন। এ সময় কিছু রাজনৈতিক কর্মী খেয়াঘাট বন্ধ করে দিয়ে তাদের যাতায়াতে বাধা সৃষ্টি করে। বিষয়টি আমরা জানতে পেরে ইউএনও এবং নৌবাহিনীর সহায়তায় দ্রুত ঘাটগুলো চালু করি এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লাকে একাধিকবার ফোন দিলেও সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন।

পারভেজ মল্লিক বলেন, আমি কোনো নির্বাচনী প্রচারণায় আসিনি। আমি এসেছিলাম বিএনপির ৩১ দফা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে। দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের ৩১ দফার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে— এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক ঘটনা। গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। আজকের এই ঘটনা আমি জেলা বিএনপির সদস্য সচিবকে জানিয়েছি। দেখি এ বিষয়ে কি পদক্ষেপ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

১০

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

১১

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১২

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১৩

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১৪

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৫

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৬

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৭

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৮

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৯

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

২০
X