

এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পাওয়া আকবর আলীরা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। জবাবে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন জ্বলে উঠতে পারেননি হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ১০ রান করে আউট হন তিনি। জিসান ফেরেন ১৬ বলে ১০ রান করে। এরপর জুটি বাঁধেন জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস।
২২ বলে ২৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন জাওয়াদ আবরার। এছাড়া অঙ্কন অপরাজিত ছিলেন ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও রিপন। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই বেশ ধুঁকেছে আফগানিস্তান। তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিপন। ৩ বলে ৪ রান করা ইমরানকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো দুই উইকেট শিকার করেন এই পেসার।
১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান আর শুরুর চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ উইকেটে থিতু হলেও তা যথেষ্ট ছিলো না। শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেন।
মন্তব্য করুন